বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে একপেশে দাপট দেখিয়ে বাংলাদেশকে হারিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করা বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৬৬ রানের (৭৫ বলে) ইনিংস খেলেন মুশফিকুর রহিম। শেষ দিকে ৪৯ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। এছাড়া অধিনায়ক সাকিব আল হাসান ৪০ রান করেন। ৪৯ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন লকি ফার্গুসন।

রানতাড়ায় ৪৩ বল ও ৮ উইকেট হাতে রেখেই ম্যাচ জিতেছে কেইন উইলিয়ামসনের দল। এই কিউই অধিনায়ক ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ৭৮ রানে অপরাজিত ছিলেন তিনি, তবে ব্যক্তিগত সর্বোচ্চ ৮৯ রান করেছেন ড্যারিল মিচেল।

উইলিয়ামসন-মিচেলের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তাদের জুটিতে আসে ১০৮ রান।

সাকিব-মুশফিক-মাহমুদউল্লাহ, তিন সিনিয়ারের ব্যাটে ভর করে বাংলাদেশের স্কোর ২৪৫। এর আগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে আরও আগেই থেমে যেতে পারত টাইগারদের ইনিংস।

চেন্নাইতে শুরু থেকে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ৫৬ রানেই তারা ৪ উইকেট হারায়। পরে সেই রানকে আড়াইশ’র কোঠায় নিয়ে যান মুশফিক-সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদ