বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়াইও জমাতে পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করে দুর্দান্ত ছন্দে থাকা কিউইদের তারা ২৪৬ রানের লক্ষ্য ছুড়ে দেয়। যা ম্যাচ জয়ের জন্য মোটেও যথেষ্ট নয় বলে বুঝিয়ে দিয়েছেন কেইন উইলিয়ামসনরা। এর আগে টাইগারদের ব্যাটিং লাইন-আপকে ধসিয়ে দেওয়ার মূল ভূমিকা রেখেছিলেন লকি ফার্গুসন। ১০ ওভারে ৪৯ রানে তিনি ৩ উইকেট তুলে নেন। যা তাকে ম্যাচসেরার পুরস্কার এনে দিয়েছে।

চেন্নাইতে বাংলাদেশকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠে গেছে নিউজিল্যান্ড। বোলারদের পর তাদের ব্যাটাররা দারুণভাবে দ্বিতীয় ইনিংস সামলেছেন। দলের হাল ধরার মুহূর্তে তারা যেমন দৃঢ় মানসিকতা দেখিয়েছেন, তেমনি ম্যাচ শেষ করেছেন বিশাল ছক্কার বাউন্ডারিতে।

এর আগে দুটি মাঝারি মানের জুটিতে বাংলাদেশ লড়াকু সংগ্রহ পায়। তবে তাদের সংগ্রহ বাড়ানোর পথে বড় বাধা ছিলেন ফার্গুসন। ব্যাটারদের বাউন্সি বলে টানা চাপে ফেলার পর উইকেট দিতে বাধ্য করেছেন তিনি। যা কিউইদের পক্ষে ম্যাচ নিয়ন্ত্রণে নেওয়ার পথ খুলে দেয়। তানজিদ হাসান তামিমকে দিয়ে শুরু, এরপর সেট ব্যাটার মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানকেও ফিরিয়েছেন ফার্গুসন। 

ম্যাচ শেষে সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেয়ে এই কিউই পেসার বলেন, ‘এটি দারুণ দলীয় প্রচেষ্টা। তাদের দারুণ চাপে ফেলে আমি নিজের দায়িত্ব পালন করেছি। হায়দরাবাদের চেয়ে এখানে বেশি বাউন্স পেয়েছি। নতুন বলেও সেটি দারুণভাবে ফলেছে। তবে সবাই অলরাউন্ড পারফর্ম করেছে। সবার প্রচেষ্টাতেই টানা তিন ম্যাচ জিতলাম আমরা।’

এএইচএস