এক সাকিব আল হাসানেই যেন পুরো বাংলাদেশের আশা ভরসা। চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে এখন পর্যন্ত স্পিনারদের মধ্যে সবচেয়ে সফল বোলার টাইগার অধিনায়ক। ৬ ওভারে ৩৪ রান খরচায় ১ উইকেট নিয়েছেন তিনি। 

বল হাতে তাই সাকিব এলে প্রত্যাশাও বাড়ছে বাংলাদেশের। অন্তত স্ট্যাম্প মাইক থেকে মুশফিকুর রহিমের কথা শুনে তা ভাবতেই পারেন। এমনিতেই উইকেটের পেছনে দাঁড়িয়ে দলকে উজ্জীবিত করে রাখতে জুড়ি নেই মুশফিকের। সারাক্ষণই বোলার, ফিল্ডারদের অনুপ্রেরণা জোগান তিনি। 

সাকিবের ব্রেকথ্রুয়ে ভেঙেছে কনওয়ের উইকেট। টার্গেট খুব বড় কিছু না হলেও চেন্নাইয়ের পিচে চ্যালেঞ্জিংও। আর তাই আশা দেখছেন মুশফিকরাও। 

ইনিংসের ২৩ তম ওভারে সাকিব আক্রমণ আসতেই তারস্বরে মুশফিক হাঁকলেন, সাকিব ভাই আমার মনে হচ্ছে কিছু একটা হবে ভাই। সাকিব অবশ্য নিজের দ্বিতীয় উইকেটের দেখা পাননি এখন পর্যন্ত। কেইন উইলিয়ামসন আর ড্যারেল মিচেলে ভর করে ধীরে ধীরে জয়ের দিকে যাচ্ছে নিউজিল্যান্ড।  

এর আগে টপঅর্ডারের ব্যর্থতার পরেও তিন পান্ডবের ব্যাটে লড়াকু পুঁজি পেয়েছে বাংলাদেশ। চেন্নাইয়ের স্পিনবান্ধব উইকেটে তিন সিনিয়র ব্যাটারের কল্যাণে টাইগাররা জমা করেছে ২৪৫ রান। 

এফআই/জেএ