ভারতের বিপক্ষে নতুন স্পিনার নামাতে বললেন আমির
বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আগামীকাল (শনিবার) মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ম্যাচটিকে ঘিরে দারুণ উত্তেজনায় ভাসছে আহমেদাবাদ শহর। দারুণ ফর্মে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলও। বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে নিজেদের তৃতীয় লড়াইয়ে নামবেন বাবর আজম ও রোহিত শর্মারা। তবে বোলিং নিয়ে বড় দুশ্চিন্তায় আছে পাকিস্তান। তাই তো একাদশে পরিবর্তন আনার দাবি জানিয়েছেন দলের বাইরে থাকা পেসার মোহাম্মদ আমির।
নাসিম শাহ’র ইনজুরি পাকিস্তানের ভয়ঙ্কর বোলিং বিভাগকে নড়বড়ে করে দিয়েছে। এর আগে নাসিম, শাহিন আফ্রিদি ও হারিস রউফ এই পেসারত্রয়ীকে যেকোনো প্রতিপক্ষের জন্য আতঙ্ক ভাবা হতো। বিশ্বকাপের দুই ম্যাচে পাকিস্তান জয় পেলেও তাদের বোলিং আশানুরূপ ছিল না। বিশেষ করে ছন্দ খুঁজে ফেরা শাহিন আফ্রিদি ইনজুরি নিয়ে খেলছেন বলে গুঞ্জন রয়েছে। এছাড়া উপযুক্ত সময়ে ব্রেক-থ্রু দিতে পারছেন না রউফও। তাদের তুলনায় নাসিমের বদলে দলে ঢোকা হাসান আলী উইকেট নিয়ে তাদের পেস বিভাগকে নেতৃত্ব দিচ্ছেন।
বিজ্ঞাপন
দলের বাইরে থাকা পেসার আমির তার মূল অসন্তুষ্টির কথা জানিয়েছেন মাঝের ওভার নিয়ে। এ কারণেই তিনি একজন বাড়তি লেগ-স্পিনার খেলানোর কথা বলেছেন পাকিস্তানের একটি টেলিভিশনে, ‘আমি এটা বলব না যে কাকে দল থেকে বাদ দেওয়া হবে। কিন্তু আমি দলে উসামা মিরকে ঢোকানোর চেষ্টা করব। মাঝের ওভারে উইকেট দরকার আপনার। সে ছন্দে আছে এবং উইকেট পাওয়া বোলার। সে কিছুটা ব্যাটিংও জানে।’
— Geo Super (@geosupertv) October 12, 2023
তবে আমির যখন এই দাবি তুলেছেন— তখন দলে ইতোমধ্যে আরেক লেগ-স্পিনার ও সহ-অধিনায়ক শাদাব খান আছেনই। ভারতের উইকেটে তাকে সেভাবে আলো ছড়াতে দেখা যাচ্ছে না। ফলে আমির শাদাবের নাম না বললেও উসামাকে একাদশে রাখতে হলে বাদ দিতে হবে অভিজ্ঞ লেগ-স্পিনারকে। কারণ, এক ম্যাচে পাকিস্তান নিশ্চয়ই দুজন লেগ-স্পিনার খেলাবে না।
এর আগে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদিও উসামা মিরের পক্ষে কথা বলেছেন। আমির কাউকে বাদ দেওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও আফ্রিদি এটা লুকিয়ে রাখেননি। শাদাবকে বাদ দিয়ে উসামাকে নেওয়ার পক্ষে কথা বলেছেন আফ্রিদি, ‘দুজনের বোলিংয়ে বড় পার্থক্য আছে। শরীরী ভাষায়ও উসামা অনেক ভালো। শাদাব কিছু রান করতে অভ্যস্ত। কিন্তু এই মুহূর্তে এটা বিষয় নয়। তাদের দুজনের ব্যাটিংয়ে খুব একটা পার্থক্য নেই।’
আরও পড়ুন
অন্যদিকে, নতুন বলে হাসান আলীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার আকিব জাভেদ। পুরো বোলিং বিভাগ নিয়েই হতাশার কথা বলেছেন আরেক সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। পাকিস্তান দলের কেউ ওয়ানডে মানের বোলার নয় বলে তিনি দাবি করেছেন। এই পরিস্থিতিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের একাদশে কেমন পরিবর্তন আসবে— সেটি নির্ভর করছে তাদের টিম ম্যানেজমেন্টের ওপর।
এএইচএস