জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। কিউইদের বিপক্ষে আগে ব্যাট করে সাকিব আল হাসানের দল ২৪৫ রান সংগ্রহ করেছে। 

এখন পর্যন্ত বিশ্বকাপে পাঁচবার মুখোমুখি হলেও নিউজিল্যান্ডকে কখনো হারাতে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশ হেরেছিল ২ উইকেটে। এবার কী টাইগাররা পারবে নতুন ইতিহাস লিখতে?

সংক্ষিপ্ত স্কোর : বাংলাদেশ- ২৪৫/৯ (৫০ ওভার)

নিউজিল্যান্ড- ২৪৮/২ (ওভার : ৪২.৫)

বাংলাদেশকে উড়িয়ে দিল কিউইরা

কেবল কিছু আনুষ্ঠানিকতা-ই বাকি ছিল। নাটকীয় কিছু আর হয়নি। সহজভাবে বলতে গেলে, ৯২ রানে দ্বিতীয় উইকেট হারানো কিউইদের সেভাবে আর ঝামেলায় ফেলতে পারেনি বাংলাদেশ। ফলে ৮ উইকেটের বিশাল ব্যবধানে নিউজিল্যান্ড টাইগারদের উড়িয়ে দিয়েছে।

কিউইদের হয়ে সর্বোচ্চ ৮৯ রান করেছেন ড্যারিল মিচেল। রিটায়ার্ড হার্ট হয়ে আগেই মাঠ ছাড়া উইলিয়ামসন অপরাজিত ছিলেন ৭৮ রানে।

উইলিয়ামসন-মিচেল জুটির ১০০, হারের পথে বাংলাদেশ

শুরুতেই উইকেট হারানো নিউজিল্যান্ডকে পথ দেখিয়েছিলেন কনওয়ে-উইলিয়ামসন জুটি। দুজন মিলে স্কোরবোর্ডে তোলেন ৮০ রান। এরপর ড্যারিল মিচেলকে সঙ্গে নিয়ে ১০০ রানের জুটি গড়েছেন কিউই অধিনায়ক। এর মধ্যে মিচেলও ব্যক্তিগত অর্ধশতক পেয়ে গেছেন। সাকিবকে ছয় হাঁকিয়ে মিচেল শুরুটা করেছিলেন, এরপর তাল মিলিয়ে খেলেছেন উইলিয়ামসনের সঙ্গে। ফিফটি পেতে মিচেল ৪৫ বল খেলেছেন।

বোলিং কোটা শেষ হয়ে গেছে টাইগার অধিনায়ক সাকিবের। পায়ে ক্র্যাম্প নিয়েও তিনি ১০ ওভারে ৫৪ রানে ১ উইকেট নেন। এরপর মাঠ ছেড়ে যান বিশ্বসেরা অলরাউন্ডার। মাঠে থাকা তারা সতীর্থরা প্রায় ছিটকে গেছেন ম্যাচ থেকে। ৭৭ বলে নিউজিল্যান্ডের দরকার ৫৫ রান। এখনও তাদের হাতে রয়েছে ৮ উইকেট। ৭৮ রানে উইলিয়ামসন অপরাজিত রয়েছেন।

‘গলার কাঁটা’ উইলিয়ামসনের ফিফটি

দলে ফিরব-ফিরব করছিলেন অনেকদিন। শেষ পর্যন্ত বাংলাদেশের বিপক্ষের ম্যাচটিকে প্রত্যাবর্তনের জন্য বেছে নিলেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। এদিন শুরুতে ব্যাটে রান পেতে তিনি বেশ সংগ্রাম করেছেন। তবে ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন, ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে শুরুর ধাক্কা সামলানোর পর এখন তার সঙ্গী ড্যারিল মিচেল। ৮১ বলে ওয়ানডেতে উইলিয়ামসন ব্যক্তিগত ৪৩তম অর্ধশতক পূর্ণ করেছেন।

এর আগে অবশ্য ১৯তম ওভারে একবার জীবন পেয়েছিলেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক ফ্লিক করেছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিবকে, শর্ট মিডউইকেটে বাঁ-দিকে ডাইভ দিয়ে হাত লাগাতে পেরেছেন শুধু তাসকিন। ক্যাচটা তার ধরা হয়নি।

গেইল-জয়সুরিয়াকে ছাড়িয়ে ইতিহাসে সাকিব

৫ বিশ্বকাপ খেলে ১ হাজার ১৬১ রান এবং ৩৮ উইকেট নিয়ে এখন পর্যন্ত বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। এই তালিকায় তার পেছনে আছেন ইমরান খান-কপিল দেবের মত রথী-মহারথীরাও। বল হাতে আগেই সবাইকে ছাড়িয়ে গিয়েছিলেন টাইগার দলপতি। আর ব্যাট হাতে ৪০ রান করে দখলে নিয়েছেন অলরাউন্ডারের শীর্ষস্থান।

২০০৩ থেকে ২০১৯ পর্যন্ত মোট ৫টি বিশ্বকাপে অংশ নেন ক্রিস গেইল। এতে ৩০ ম্যাচে ১ হাজার ১৮৬ রান এবং ১৬টি উইকেট শিকার করেন তিনি। দ্বিতীয় স্থানে ছিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাৎ জয়সুরিয়া। তিনি ১৯৯২ থেকে ২০০৭ পর্যন্ত মোট ৫টি আসরে অংশ নিয়েছিলেন। একবার বিশ্বকাপ জেতা জয়সুরিয়া ৩৮ ম্যাচ খেলে সর্বমোট ১ হাজার ১৬৫ রান ও ২৭ উইকেট সংগ্রহ করেন।

ব্রেক-থ্রু দিলেন সাকিব

ব্যাটিংয়ের সময় পায়ে টান পেয়েছিলেন সাকিব, এরপর শুরুতে বোলিংয়েও খুব একটা স্বস্তিতে আছেন বলে মনে হয়নি। তবে প্রথম তিন ওভারে ৩ গড়ে ৯ রান দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। ধারাবাহিকভাবে তিনি কিউই ব্যাটারদের চাপে রেখেছেন। যখন দলের ব্রেক-থ্রু দরকার তখনই তার খেল। চতুর্থ ওভারের প্রথম বলে এসেই ফিফটির পথে থাকা ডেভন কনওয়েকে ফেরালেন এলবিডব্লিউর ফাঁদে ফেলে। কিউই ওপেনার ফিরেছেন ৪৫ রানে (৫৯ বল)।

স্টাম্পে থাকা সত্ত্বেও বলটিতে রিভিউ নেন কনওয়ে। মনে হয়েছিল তার ব্যাটে লেগেছে, তবে পরবর্তীতে দেখা যায় কিছুটা ইনসুইং হয়ে ঢোকা বলটি মিডল-অফ স্টাম্পের মাঝামাঝি ছিল। রিভার্স সুইপ খেলতে চাওয়া বলটি কনওয়ের ব্যাটের ছোঁয়া পায়নি।

কনওয়ে-উইলিয়ামসন জুটির ফিফটি, ব্যর্থ রিভিউ টাইগারদের

শুরুতেই উইকেট হারিয়েও পাল্টা লড়াই করছেন দুই কিউই ব্যাটার। বাংলাদেশ ম্যাচ দিয়ে দলে ফেরা অধিনায়ক কেইন উইলিয়ামসন ধীরে ধীরে উইকেটে থিতু হচ্ছেন, অন্যপ্রান্তে ফর্মে থাকা ডেভন কনওয়েও শুরুর সংগ্রামের পর ছন্দ ফিরে পেয়েছেন। দুজনের জুটিতে নিউজিল্যান্ড ৬৮ বলে পেয়েছে ৫৩ রান।

এর আগে তাসকিনের করা ১৩তম ওভারে একটি রিভিউ হারিয়েছে টাইগাররা। আম্পায়ার কট বিহাইন্ডের জোরাল আবেদন খারিজ করে দিলে সতীর্থদের কথায় শেষ মুহূর্তে রিভিউ নেন সাকিব। পরে টিভি রিপ্লেতে দেখা যায় বলে ডেভন কনওয়ের গ্লাভসের কোনো স্পর্শ ছিল না। ব্যর্থ হলো বাংলাদেশের প্রথম রিভিউ।

শুরুতেই মুস্তাফিজের আঘাত

অতীত পরিসংখ্যান বলছে, চেন্নাইয়ের এই ভেন্যুতে গড় রান ওঠে ২২৪। সেই তুলনায় বাংলাদেশের ২৪৫ রানের সংগ্রহ কিছুটা লড়াকু-ই বলা চলে। রানতাড়ায় খেলতে নামা কিউই শিবিরে প্রথম আঘাত হেনেছেন পেসার মুস্তাফিজুর রহমান। তৃতীয় ওভারের পঞ্চম বলটি ফিজ অফ-স্টাম্পের কিছুটা বাইরে লেংথে ফেলেছিলেন। বড় শট খেলার চেষ্টায় আগের দুই ম্যাচে শতক ও অর্ধশতক হাঁকানো রাচিন রবীন্দ্র এবার ব্যর্থ হয়েছেন, ইনসাইড এডজ হয়ে তিনি তালুবন্দী হয়েছেন মুশফিকুর রহিমের।

দুই বাউন্ডারিতে রবীন্দ্র ১৩ বলে করেন ৯ রান। দলীয় ১২ রানেই প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড।

মুশফিক-মাহমুদউল্লাহদের ব্যাটে লড়াকু পুঁজি

হিমালয়ঘেরা ধর্মশালায় এক জয় ও এক হারের মিশ্র অনুভূতির সাক্ষী। ভারতের দক্ষিণের শহর চেন্নাইয়ের সাগরপাড়ের এমএ চিদাম্বরমে আজ ভালো কিছুর স্বপ্নই বুনছিল বাংলাদেশ। তবে দুর্দান্ত ছন্দে থাকা নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা হয় দুঃস্বপ্নের মতোই। কিউই পেসারদের গতি আর বাউন্সে যেন অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছিল বাংলাদেশি ব্যাটাররা। স্কোরবোর্ডে ৫৬ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ফেলে বাংলাদেশ। শঙ্কা ছিল আরও একটি ব্যাটিংয়ে বিবর্ণ দিন দেখার।

তবে শুরুর ব্যাটিং ধসের পর দুই অভিজ্ঞ ব্যাটার মুশফিক-সাকিবের গুরুত্বপূর্ণ ৯৬ রানের জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালায় টিম টাইগার্স। এ দুজনের বিদায়ের পর ফের পথ হারায় লাল-সবুজের জার্সিধারীরা। শেষ দিকে মাহমুদউল্লাহর ব্যাটে নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের ইনিংস থেমেছে ২৪৫ রানে।

স্যান্টনারের বলে থামলেন তাসকিন

সুইপ করেছিলেন তাসকিন। কিন্তু পার করতে পারেননি ডিপ ব‍্যাকওয়ার্ড স্কয়ারের ফিল্ডারকে। ভাঙে মাহমুদউল্লাহর সঙ্গে ৪৩ বল স্থায়ী ৩৪ রানের জুটি। ১৯ বলে দুই ছক্কায় ১৭ রান করেন তাসকিন।

বিপদ বাড়িয়ে ফিরলেন হৃদয়

সাকিব মুশফিকের ৯৬ রানের জুটির পর আরও একবার ব্যাটিং ধস। মুশফিক ফেরার পর টিকতে পারলেন না হৃদয়ও। ট্রেন্ট বোল্টের স্লো নাকল বলে শর্ট কাভারে ক্যাচ দিয়েছেন তিনি। ২৫ বলে ১৩ রানে ফিরেছেন তিনি। ট্রেন্ট বোল্টের ওডিআই ক্যারিয়ারের ২০০তম শিকার বাংলাদেশের হৃদয়।

সাকিবের পর মুশফিকেরও বিদায়

আরও একটি উইকেট হারাল বাংলাদেশ। সাকিবের পর এবার ফিরলেন মুশফিকও। ম্যাট হেনরির বলে বোল্ড হওয়ার আগে করেছেন ৭৫ বলে ৬৬ রান।

বিশ্বকাপেও সেই পুরানো রোগে ভুগছে বাংলাদেশ

বিশ্বকাপে চলছে রানের উৎসব। এখন পর্যন্ত ৪০০ এর উপর স্কোর হয়েছে। তিনশ পেরুনো স্কোরও হয়েছে ৬ বার। আছে আরও কিছু বড় ইনিংস। তবে এসবের মাঝে যেন ব্যতিক্রম বাংলাদেশ। দুই ম্যাচে এখন পর্যন্ত পঞ্চাশ ওভার খেলতে পারেনি টাইগাররা। আর ওপেনিং বা ওয়ানডাউনের চিরচেনা রোগ তো আছেই।

সাকিবকে হারাল বাংলাদেশ

বিপর্যয়ের দিনে দলের হাল ধরেছিলেন সাকিব ও মুশফিক। দু’জনের ১০৮ বলে ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি ভাঙল এবার। ৫১ বলে ৪০ রান করে আউট হয়ে গেলেন সাকিব। 

আগের ওভারে রাচিন রবীন্দ্রকে ছক্কা ও চার হাঁকিয়েছিলেন। পরের ওভারে ফার্গুসনের বলেও টপ-এজে ছক্কা পেয়েছিলেন। আবারও শট বল করলেন ফার্গুসন। পুলের চেষ্টা সাকিবের। তবে এবার বল আকাশে উঠে গেল। বেশ খানিকটা ছুটে গিয়ে ক্যাচ নিলেন উইকেটকিপার টম ল্যাথাম। ফার্গুসনের এটি তৃতীয় উইকেট।

মুশফিকের ফিফটি

দলের বিপর্যয়ে বহুবার হাল ধরার নজির আছে সাকিব-মুশফিকদের। আজ আবারও ত্রাতার ভূমিকায় এই দুই অভিজ্ঞ ব্যাটার। ৫৬ রানে টপ অর্ডারের চার উইকেট পতনের পর এ দু’জনের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে ব্যক্তিগত ফিফটি পূর্ণ করেছেন মুশফিক। ৫২ বলে ৫১ রানে অপরাজিত আছেন উইকেটকিপার এই ব্যাটার।

ক্যারিয়ারে এটি মুশফিকের ৪৮তম, নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও বিশ্বকাপে নবম ফিফটি। বিশ্বকাপে তার চেয়ে বেশি ফিফটি আছে আর একজন বাংলাদেশি সাকিবের। ১২ টি ফিফটি রয়েছে টাইগার অলরাউন্ডারের। 

সাকিব-মুশফিক জুটির ৫০, বাংলাদেশের ১০০ 

আগের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪৯ রানে ৪ উইকেট পড়েছিল বাংলাদেশের। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৬ রানে নেই ৪ উইকেট। আরও একবার টপ অর্ডারের বেহাল দশায় বিপদে দল। ক্রিজে থাকা দুই ব্যাটার সাকিব আল হাসান ও মুশফিকের ব্যাটে ২১ ওভার শেষে দলীয় শতরান পূর্ণ হয়েছে বাংলাদেশের।

তাদের ব‍্যাটে ৫৯ বলে এসেছে ৫০ রান। এতে অগ্রণী মুশফিক, ৩৩ বলে তার ব‍্যাট থেকে এসেছে ৩৩ রান। ১৬ রান করেছেন সাকিব।

মিরাজ-শান্তর বিদায়, বিপর্যয়ে বাংলাদেশ

চেন্নাইয়ে ভালো কিছুর স্বপ্ন বুনছিল বাংলাদেশ। তবে শুরুটা হলো দুঃস্বপ্নের মতো। স্কোরবোর্ডে ৫৬ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ। লকি ফার্গুসনের দ্বিতীয় শিকার হয়ে ফিরে গেছেন উইকেটে থিতু হওয়া মেহেদী হাসান মিরাজ। ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ ফাইন লেগে ম্যাট হ্যানরির হাতে ধরা পড়লেন মিরাজ। আউট হওয়ার আগে ৩০ রান করতে খেলেছেন ৪৬ বল।

বাংলাদেশ তৃতীয় উইকেট হারিয়েছে ৫৬ রানে। আর কোনো রান যোগ করার আগেই গুরুত্বপূর্ণ আরেক ব্যাটার নাজমুল হোসেন শান্তও ফিরে গেলেন। আক্রমণে এসেই সাফল্য পেলেন ফিলিপস। বাড়তি বাউন্সের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে শর্ট মিডউইকেটে ডেভন কনওয়ের হাতে ধরা পড়েছেন শান্ত। ৫৬ রান তুলতেই নেই ৪ উইকেট।

তামিম ছিলেন ধর্মশালায়, আছেন চেন্নাইয়েও!

চোট আর ফিটনেস বিতর্কে বিশ্বকাপে খেলছেন না তামিম ইকবাল। তাই স্বাভাবিকভাবেই দলের সঙ্গে নেই তিনি। তবে মাঠে না থাকলেও গ্যালারিতে ঠিকই দেখা মিলছে তার! ভক্ত-সমর্থকদের প্লেকার্ড, ব্যানার কিংবা ফেস্টুনে দেখা মিলছে তামিমের!

লিটনের পর সাজঘরে তানজিদ তামিম

প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে যথাক্রমে ৫ ও ১ রানে আউট হয়েছিলেন তানজিদ হাসান তামিম। আজ শুরুটা করেছিলেন দুর্দান্ত। লিটনের বিদায়ের পর তিনে নামা মেহেদী হাসান মিরাজের সঙ্গে জুটি বেধে শুরুর ধাক্কা কাটিয়ে উঠছিলেন। তবে বেশিদূর এগোতে পারলেন না তরুণ এই ওপেনার।

লকি ফার্গুসনের বলে ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে কনওয়ের হাতে ক্যাচ দিয়ে থেমেছেন তিনি। সাজঘরে ফেরার আগে করেছেন ১৭ বলে ৪ চারে ১৬ রান। আক্রমণে এসেই সাফল্য পেলেন ফার্গুসন।

মিরাজ-তামিমের পাল্টা আক্রমণ

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে প্রথম বলেই ধাক্কা। বোল্টকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন লিটন। ডিপ ফাইন লেগে দাঁড়ানো ম্যাট হেনরির কাছে গেছে ক্যাচ। শূন্য রানে বাংলাদেশি ওপেনারের বিদায়ের পর মিরাজ-তানজিদ তামিমের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। 

দারুণ শুরু পেয়েছেন তানজিদ তামিম। অন্যদিকে, আজ তিনে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। তাদের পাল্টা আক্রমণে দ্রুত এগোচ্ছে বাংলাদেশ। ৭ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৪০। ৩১ বলে ২২ রানে খেলছেন মিরাজ। ১৬ বলে ১৬ রানে ব‍্যাট করছেন বেশ চাপে থাকা তানজিদ।

প্রথম বলেই আউট লিটন দাস

হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন লিটন! বিশ্বাস হচ্ছিল না যেন বোল্টেরও।

ম্যাচের প্রথম বলেই ট্রেন্ট বোল্টকে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে চেয়েছিলেন লিটন। কিন্তু শটটি ঠিকঠাক খেলতে পারেননি। ডিপ ফাইন লেগে দাঁড়ানো ম্যাট হেনরির কাছে গেছে ক্যাচ। ‘গোল্ডেন ডাক’ হয়ে ফিরলেন উইকেটকিপার এই ব্যাটার। লিটনের বিদায়ে আজ তিন নম্বরে নামানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে।

১ ওভারে বাংলাদেশের রান ১ উইকেটে ৫।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মাহমুদউল্লাহ

জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে দারুণ ছন্দে থাকা নিউজিল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ। কিউইদের বিপক্ষে টস হেরে শুরুতে ব্যাট করবে সাকিব আল হাসানের দল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হবে দুই দলের মাঠের লড়াই।

আগের ম্যাচের দল থেকে এক পরিবর্তন রয়েছে বাংলাদেশের। শেখ মেহেদীর জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে, নিউজিল্যান্ড শিবিরেও আছে এক পরিবর্তন। বাংলাদেশ ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হচ্ছে দীর্ঘদিন পর চোট থেকে ফেরা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনের। আগের ম্যাচে ৭০ রানের ইনিংস খেলেছিলেন উইল ইয়াং। উইলিয়ামসন ফেরায় বাদ পড়েছেন তিনি।

আফগানিস্তাানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল সাকিব বাহিনী। তবে দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হারে টাইগাররা।

বাংলাদেশের একাদশ

তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটকিপার), গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।

 এফআই/এএইচএস