চোট আর ফিটনেস বিতর্কে বিশ্বকাপে খেলছেন না তামিম ইকবাল। এই অভিজ্ঞ ওপেনারের অনুপস্থিতি বাংলাদেশকে ভোগাবে, এমনটাই মনে করেন অনিল কুম্বলে। ক্রিকেটভিত্তিক নিউজ পোর্টাল ক্রিকইনফোকে কুম্বলে জানান, বিশ্বকাপে এতো পরীক্ষা-নিরীক্ষা করলে বিপদে পড়বে দল।

কুম্বলে বলেন, ‘বিশ্বকাপে আপনি যখন খেলেন, বেশির ভাগ ক্ষেত্রে আপনাকে স্থিতিশীল অবস্থার মধ্যে থাকা উচিত। সেটা বিশ্বকাপের আগেই হয়ে যাওয়া উচিত। কিন্তু আপনি যদি বিশ্বকাপে এসে পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন, তবে সেটা অনেক মুশকিলের ব্যাপার।’

পরীক্ষা-নিরীক্ষা নিয়ে কুম্বলে আরো বলেন, ‘তানজিদ বিশ্বকাপে দুই ম্যাচে ওপেন করেছে। অথচ তামিম ইকবাল অনেক অভিজ্ঞ ওপেনার। তাকে না নিয়েই চলে এসেছে তারা। তাকে বলা হলো, খেলতে হলে মিডল অর্ডারে খেলতে হবে। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ ওপেনিংয়ে এসে সেঞ্চুরি করল। এরপর আগের ম্যাচ তাকে দেখলাম ৫ নম্বরে খেলতে। বুঝতেছি না দলটায় কি হচ্ছে! ওরা এখনো পরীক্ষা-নিরীক্ষা করছে। আপনি যদি বিশ্বকাপেই এত পরীক্ষা-নিরীক্ষা করেন, তবে সমস্যায় পড়তে হবে।’

বাংলাদেশ দলকে অভিজ্ঞতা সম্পন্ন দল বলছেন কুম্বলে। তিনি বলেন, ‘তাদের দল কিন্তু খুব ভালো। দলটি দারুণ অভিজ্ঞও। মুশফিকুর, মুস্তাফিজুর, সাকিব আল হাসান ও লিটন দাসের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে। এ ছাড়া নতুন খেলোয়াড়েরাও বেশ ভালো করছে। শান্ত অনেক বড় মাপের খেলোয়াড়। মেহেদী হাসানও ভালো খেলোয়াড়। হৃদয়কেও আমার ভালো লাগে। কিন্তু দলটিতে পরীক্ষা-নিরীক্ষা অনেক বেশি হয়েছে।'

'বিশ্বকাপে লড়াই করতে হলে স্থির হতে হবে। বিশেষ করে নিউজিল্যান্ডের সঙ্গে আপনাকে স্থিতিশীলতা দেখাতে হবে। কারণ, নিউজিল্যান্ড অনেক পেশাদার দল। তাই পরীক্ষা-নিরীক্ষা থেকে দূরে থেকে স্থিতিশীল সমন্বয় প্রদর্শন করতে হবে।’-যোগ করেন কুম্বলে।

এসএইচ/এইচজেএস