শেষের শুরুতে উড়ছেন ডি কক
চলমান বিশ্বকাপ শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন, এই আসর দিয়ে ওয়ানডে ক্রিকেটের ইতি টানবেন কুইন্টন ডি কক। ক্যারিয়ারের শেষের শুরুটা স্বপ্নের মতো করলেন এই উইকেটকিপার ব্যাটার! শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে আসর শুরু করেছিলেন এবার অজিদের বিপক্ষেও তিন অঙ ছুঁয়েছেন।
ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েছিল দক্ষিণ আফ্রিকা। বাকি কাজটা সেরেছেন বোলাররা। বিশেষ করে পেসাররা। কাগিসো রাবাদা-লুঙি এনগিদি মিলে ভেঙে দিয়েছেন অজি টপ অর্ডার। মিডল অর্ডারে মার্নাস ল্যাবুশেন একাই খানিকটা লড়াই করলেও তা কেবলই হারের ব্যবধান কমিয়েছে। ১৩৪ রানের বড় জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল প্রোটিয়ারা।
বিজ্ঞাপন
ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেন ডি কক। তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাভুমা। দুজনে মিলে গড়েন ১০৮ রানের অপেনিং জুটি। ৫৫ বলে ২ বাউন্ডারিতে বাভুমা ৩৫ রান করে ফিরলেও টানা দ্বিতীয় সেঞ্চুরির দেখা পান ডি কক।
৫১ বলে ফিফটি পূর্ণ করা এই উইকেটকিপার ব্যাটার পরের ৫০ রান তুলতে খরচ করেছেন মাত্র ৩৯ বল। ওয়ানডে ক্যারিয়ারের ১৪৭ ম্যাচে এটি তার ১৯তম সেঞ্চুরি। সেঞ্চুরি তুলে নিজের ইনিংস বেশিদূর নিয়ে যেতে পারেননি ডি কক। থেমেছেন ১০৯ রানে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) লক্ষ্ণৌতে টস হেরে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩১১ রান তুলে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে সর্বোচ্চ ১০৯ রান করেছেন ডি কক। অস্ট্রেলিয়ার হয়ে দুটি করতে উইকেট শিকার করেছেন গ্লেন ম্যাক্সওয়েল ও মিচেল স্টার্ক। জবাবে খেলতে নেমে ৪০ ওভার ৫ বলে ১৭৭ রানে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা।
এইচজেএস