ধর্মশালার পর্ব চুকিয়ে বাংলাদেশ দল এখন অবস্থান করছে চেন্নাইতে। চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে আগামীকাল (শুক্রবার) দুপুরে বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। টাইগারদের এই ম্যাচের প্রতিপক্ষ টানা দুই ম্যাচ জিতে উড়তে থাকা নিউজিল্যান্ড। আগের ম্যাচে বড় ব্যবধানে হারা বাংলাদেশ এই ম্যাচেও আনবে এক পরিবর্তন।

শেষ ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ হেরেছিল ১৩৭ রানের ব্যবধানে। আর সেই ম্যাচে টাইগার একাদশে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। তার জায়গায় একাদশে আসা শেখ মেহেদী অবশ্য ৪ উইকেট তুলে নিয়ে নিজের অবস্থার জানান দিয়েছিলেন। এই ম্যাচে তাকে রাখা হচ্ছে। তবে, এক ম্যাচ পর আবারো একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ, সেটাও একপ্রকার নিশ্চিত।  

চেন্নাইয়ের উইকেট স্পিন নির্ভর, আর সেখানে বাড়তি টার্নও পাবেন সাকিব-মিরাজরা। যে কারণে এই ম্যাচেও শেখ মেহেদী থাকছেন একাদশে এটা নিশ্চিত। অন্যদিকে ২ ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ওপেনার তানজিদ তামিম। সেক্ষেত্রে তাকে সরিয়েই একাদশে ফিরতে পারেন মাহমুদউল্লাহ। তামিম না থাকলে মিরাজকেই ওপেনার হিসেবে দেখার সম্ভাবনাই বেশি। 

চেন্নাইয়ের পিচ বরাবরই স্পিন সহায়ক। এবারের বিশ্বকাপে সেখানে একটিমাত্র ম্যাচ হয়েছে। তাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপকে রীতিমত গুঁড়িয়ে দিয়েছে ভারতের স্পিনাররা। এই ম্যাচে তাই চার স্পিনার এবং দুই পেসারের কম্বিনেশন দেখা যেতে পারে। গুঞ্জন আছে, তাসকিন আহমেদের বদলে বিশেষজ্ঞ স্পিনার নাসুম আহমেদের উপরেই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট। 

বিশ্বকাপের এই ম্যাচের আগে রানরেটের দিকেও নজর রাখতে হচ্ছে বাংলাদেশকে। অন্তত ২ পয়েন্ট পেয়েছে এমন দলের তালিকায় সবার নিচেই আছে টাইগাররা। অন্তত এক ম্যাচ জেতা দলগুলোর মধ্যে একমাত্র ঋণাত্মক রানরেটও সাকিব আল হাসানদের। তৃতীয় ম্যাচে হারের মুখ দেখলে সেখান থেকে সেমিফাইনাল নিশ্চিত করা কিছুটা কঠিনই হয়ে পড়বে। 

আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পাশাপাশি তাই বাংলাদেশের বাড়তি নজর থাকবে রানরেটের দিকে। এর আগে ২০১১ সালেও তিন ম্যাচে জিতে কেবল রানরেটের হিসেবে কোয়ার্টার ফাইনালে পা রাখা হয়নি সাকিব বাহিনীর। ২০১৯ বিশ্বকাপে একইভাবে নিউজিল্যান্ডের কাছে কপাল পুড়েছিল পাকিস্তানের। এবার নিশ্চিতভাবে সেই একই হতাশা পেতে চাইবে না টাইগাররা। 

এসএইচ/জেএ