ইংরেজি প্রশ্নপত্রে ভুলটা কোথায় করল বাংলাদেশ?
ভারতের ধর্মশালায় গেল ৭ সেপ্টেম্বর মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-আফগানিস্তান। সে ম্যাচে রাজত্ব করেছিল স্পিনাররা। ইংল্যান্ডের বিপক্ষে একই ভেন্যুতে ম্যাচ। ধারণা করা হচ্ছিল এই ম্যাচেও আধিপত্য থাকবে স্পিনারদের। সে হিসেবে জেনুইন একজন ব্যাটারকে বসিয়ে দলে নেওয়া হয় বাড়তি একজন স্পিনারকে।
এ ছাড়া আজ ধর্মশালায় টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল রাতে পাহাড় বেষ্টিত ধর্মশালায় বৃষ্টি হয়েছে। যে পানিতে ভিজেছে ধর্মশালার মাঠও। যে কারণে প্রথমে টস জিতলে হয়তো যে কোনো অধিনায়কই আগে বোলিং করার চিন্তা করবেন।
বিজ্ঞাপন
সাকিবও সেটাই করেছেন। বাড়তি একজন স্পিনার খেলানোর চিন্তায় মাহমুদউল্লাহ রিয়াদকে ডাগআউটে রেখে একাদশে জায়গা দেওয়া হয় শেখ মেহেদীকে। ইনিংস শেষে ৪ উইকেট নিয়ে মেহেদী দলের সর্বোচ্চ উইকেটশিকারি হলেও ইংলিশদের রানটা সাড়ে তিনশ ছাড়িয়েছে। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলেছে ইংল্যান্ড।
ম্যাচের আগের দিন ধর্মশালার পিচে তীক্ষ্ণ নজর ছিল বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক সাকিব আল হাসানের। ঘুরেফিরেই দেখছিলেন। আজ ইংলিশদের ব্যাটিং দেখে মনে হতেই পারে, তবে কী উইকেট চিনতে ভুল হয়ে গেল!
বাংলাদেশ যেখানে একজন বাড়তি স্পিনার রেখেছে একাদশে। অন্যদিকে স্পিন অলরাউন্ডার মঈন আলিকে বসিয়ে রেখে চতুর্থ পেসার হিসেবে রিচ টপলিকে ইংল্যান্ড দলে নেওয়া হয়েছে। ব্যাট করতে নেমে ইংলিশরা শুরু থেকেই ছিলেন মারমুখী ভূমিকায়। স্পিন ভাবনার পিচ পরে দেখা গেল ব্যাটিং পিচ। শুরুর দিকে মুস্তাফিজ-তাসকিনরা সমীহ আদায় করতে পারলেও যত সময় গড়িয়েছে ততই ধার কমেছে যেন।
ডেভিড মালান থেকে জনি বেয়ারস্টো কেউই কম যাননি। টারগার বোলারদের বানিয়েছেন পাড়ার বোলার। বেয়ারস্টো অর্ধ-শতক করে থামলেও মালান ফিরেছেন ১৪০ রান করে। পরবর্তীতে জো রুট হয়ে উঠেন আরও দুর্বার। তবে শেষদিকে শরিফুল ও মেহেদীর পাল্টা আক্রমণে চারশ’র আগেই থামে ইংলিশরা। বাটলারদের এমন রান পাহাড়ের পেছনে তবে কী ভুল পরিকল্পনার বড় দায়!
এসএইচ/এফআই