আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ। সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে সাকিব আল হাসানের দল। ইংল্যান্ডের ৩৬৪ রানের জবাবে এখন ব্যাটিং করছে বাংলাদেশ।

ইংল্যান্ড- ৩৬৪/৯ (৫০ ওভার)

বাংলাদেশ- ২২৭/১০ (৪৮.২ ওভার)

 

১৩৭ রানের হার বাংলাদেশের

দুই দিন আগেও ধর্মশালায় ম্যাচ খেলেছিল বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে দাপট ছিল স্পিনারদের। সঙ্গত কারণেই আজ বাড়তি একজন স্পিনার নিয়ে ইংলিশদের বিপক্ষে মাঠে নামে টাইগাররা। তাদের এ সিদ্ধান্ত যে ভুল ছিল, তা প্রমাণ হয়েছে প্রথম ইনিংসেই। সাকিব-মিরাজদের কচুকাটা করে রানের পাহাড় গড়ে ইংল্যান্ড। অথচ এই উইকেটেই লক্ষ্য তাড়ায় নেমে তাসের ঘরের মতো ভেঙে গেছে বাংলাদেশের টপ অর্ডার। তবে লিটন দাস প্রমাণ করেছেন-এই উইকেটে রান করা খুব একটা কঠিন কাজ না। কিন্তু তামিম-শান্তরা উইকেট বিলিয়ে শুরুতেই দলকে ব্যাকফুটে ঠেলে দেন। যেখানে থেকে আর ফিরতে পারেনি বাংলাদেশ। ১৩৭ রানের হারে পয়েন্ট টেবিলেও বড় ধাক্কা খেল সাকিবের দল।

বাংলাদেশকে খাদের কিনারায় রেখে ফিরলেন হৃদয়

সর্বশেষ কয়েকটা ইনিংসে রান পাননি। আজ বড় রান তাড়ায় উইকেটে এসে ধীরগতির ইনিংস খেললেন। তাতে তার ব্যাট থেকে ৩৯ রান আসলেও স্ট্রাইকরেট ছিল দৃষ্টিকটু।

মুশফিকের ফিফটি

লিটনের পর ফিফটি পেলেন মুশফিকুর রহিম। ক্যারিয়ারের ৪৭তম ফিফটিটি পেতে তার লেগেছে ৬১ বল। তবে এই মাইলফলক স্পর্শ করে আর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। ওকসের শর্ট বলে আপার কাট করতে গিয়ে থার্ডম্যানে সহজ ক্যাচ দিয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৬৪ বলে ৫১ রান।

রিভিউ নিয়ে বাঁচলেন হৃদয় 

২৮তম ওভারে আদিল রশিদের বলে লাইন মিস করেন তাওহীদ হৃদয়। বল পায়ে আঘাত হানলে এলবিডব্লিউ দিয়েছিলেন আহসান রাজা। তবে রিভিউ নেন হৃদয়। আল্ট্রা-এজে দেখা গেছে, প্যাডের আগে ব্যাটে লেগেছিল তার। হৃদয় তাই বেঁচে গেছেন, ১২ রানে ব্যাটিংয়ের সময়।

লিটনকে ফেরালেন ওকস

বড় রানের পথেই এগোচ্ছিলেন লিটন। দলকেও টেনে তুলছিলেন। তবে এই ওপেনারকে থামতে হল ৭৬ রানে। ২১তম ওভারের শেষ বলে ওকসের স্লোয়ার কাটারে ব্যাট চালিয়ে বোকা বনেছেন লিটন। আউটসাইড এডজে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন এই ওপেনার।

লিটন-মুশফিকের ব্যাটে বাংলাদেশের প্রতিরোধ

৫০ রানের আগেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। সেখান থেকে দলকে টেনে তুলার চেষ্টা করছেন লিটন-মুশফিক। এই দুই অভিজ্ঞ ব্যাটার ইতোমধ্যেই পঞ্চম উইকেটে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়ে অবিছিন্ন আছেন। তাদের ব্যাটে ভর করেই আর কোনো উইকেট না হারিয়ে তিন অঙ স্পর্শ করেছে বাংলাদেশ।

৩৮ বলে লিটনের ফিফটি

বাকি ব্যাটারদের আসা-যাওয়ার মধ্যেও এক প্রান্ত আগলে রেখে খেলছেন লিটন। হ্যাটট্রিক বাউন্ডারিতে ইনিংস শুরু করা লিটন আক্রমণাত্মক ব্যাটিং করছেন। ৩৮ বলে স্পর্শ করেছেন ব্যক্তিগত ফিফটি।

ধর্মশালায় ধুঁকছে বাংলাদেশ, উড়ছে ইংল্যান্ড

টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে পারলেন না মেহেদি হাসান মিরাজও। সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। আজ ব্যাটিংয়ে আসেন পাঁচ নম্বরে। যেখানে বড় ইনিংস প্রয়োজন ছিল। কিন্তু পারলেন না মিরাজ। নবম ওভারের তৃতীয় বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন। তার ব্যাট থেকে এসেছে ৭ বলে ৮ রান। 

ফিরলেন সাকিবও, বিপর্যয়ে বাংলাদেশ

শুরুতেই দুই উইকেট হারানোর পর উকেটে এসেছিলেন সাকিব। লম্বা পথ পাড়ি দিতে সাকিবের কাঁধে অনেক দায়িত্ব ছিল। তবে ধর্মশালায় ব্যর্থ হলেন বাংলাদেশ অধিনায়ক। ষষ্ঠ ওভারের চতুর্থ বলটি ব্যাক অফ ল্যান্থ ডেলিভারী ছিল টপলির। সেখানে লাইন মিস করে বোল্ড হয়েছেন সাকিব। ১ রান করে সাকিব ফেরায় ২৬ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ।

ব্যর্থ তামিম, ডাক খেলেন শান্ত

বড় লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই করেছিলেন লিটন। প্রথম ওভারেই হ্যাটট্রিক বাউন্ডারিতে রানের খাতা খুলেন এই ওপেনার। তবে পুরোপুরি ব্যর্থ আরেক ওপেনার তানজিদ তামিম। তরুণ এই ওপেনার কিছুতেই যেন ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারছেন না। দ্বিতীয় ওভারে রেইস টপলির অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়েছেন। পরের বলেই ফিরেছেন তিনে নামা নাজমুল হোসেন শান্ত। ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যাচ দিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার। শান্ত গোল্ডেন ডাক খেয়ে সাজঘরে ফেরায় ১৪ রান তুলতেই ২ উইকেট হারায় বাংলাদেশ।

বাংলাদেশকে পাহাড়সম লক্ষ্য দিল ইংল্যান্ড

ধর্মশালায় বোলিংয়ে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সময়ের সঙ্গে সঙ্গেই ধার হারিয়েছেন তাসকিন-মুস্তাফিজরা। সেই সুযোগেই চড়াও হয়েছেন ইংলিশ ব্যাটাররা। বিশেষ করে ডেভিড মালান। এই ওপেনার এদিন রীতিমতো টর্নেডো বইয়ে দেন। মালানের সেঞ্চুরি আর জো রুটের হাফ সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।

মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৩৬৪ রান তুলেছে ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ১৪০ রান করেছেন মালান। বাংলাদেশের হয়ে ৪টি উইকেট শিকার করেছেন মেহেদী।

 

রশিদকে ফিরিয়ে মেহেদীর চার

শেখ মেহেদীর চতুর্থ শিকার!

তবে এই উইকেটটাতে বড় অবদান তাওহীদ হৃদয়ের। মেহেদীকে টেনে কাউ কর্নারের দিকে মেরেছিলেন আদিল রশিদ। সীমানা পেরিয়ে যাওয়ার আগে সেটি ছুড়ে দেন হৃদয়, যেটি নেন শান্ত। হৃদয়ের বড় ভূমিকা থাকলেওস্কোরকার্ডে এ ক্যাচ থাকবে শান্তর নামেই। 

শান্তর দুর্দান্ত ক্যাচে সাজঘরে কারান

লং অফ থেকে বাঁয়ে ছুটে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ তালুবন্দী করলেন শান্ত। মেহেদীর তৃতীয় শিকার হয়ে সাজঘরে স্যাম কারান। আউট হওয়ার আগে করেছেন ১৫ বলে ১১ রান। অভিজ্ঞ ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদের জায়গায় দলে ফিরেছিলেন শেখ মেহেদী। নির্বাচকদের আস্থার প্রতিদান দিচ্ছেন দারুণভাবে।

ব্রুককে ফেরালেন মেহেদী

শেষ বিশেষজ্ঞ ব্যাটার হিসেবে উইকেটে ছিলেন হ্যারি ব্রুক। ৪৫তম ওভারে এই ব্যাটারকে ফিরিয়ে ইংলিশদের লাগাম টেনে ধরলেন শেখ মেহেদী। এই অফ স্পিনারের অফ স্টাম্পের বাইরের বল টেনে খেলতে গিয়ে উপরে তুলে দেন ব্রুক। এর আগে তার ব্যাট থেকে এসেছে ২০ রান।

শরিফুলের জোড়া আঘাতে লড়াইয়ে ফিরল বাংলাদেশ

উইকেটে এসেই আক্রমণাত্মক শুরু করেছিলেন জস বাটলার। তবে বিধ্বংসী হয়ে ওঠার আগেই এই উইকেটকিপার ব্যাটারকে ফেরালেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের অফ স্টাম্পের বাইরের বল স্টাম্পে টেনে এনে বোল্ড হয়েছেন বাটলার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১০ বলে ২০ রান। বাটলার ফেরার পরের বলেই ফিরেছেন লিয়াম লিভিংস্টোনও। এই মিডল অর্ডার ব্যাটারকেও দুর্দান্ত ডেলিভারীতে বোল্ড করেছেন শরিফুল। ডাক খেয়ে লিভিংস্টোন সাজঘরে ফিরলে কিছুটা দেরিতে হলেও লড়াইয়ে ফিরল বাংলাদেশ।

মালানকে বোল্ড করলেন মেহেদী

অবশেষে থামলেন মালান। মেহেদীর টসড আপ ডেলিভারিতে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন তিনি। ১০৭ বলে করেছেন ১৪০ রান। ১৬টি চারের সঙ্গে মেরেছেন ৫টি ছক্কা। সেঞ্চুরির পর ১৬ বলে তিনি করেছেন ৪০ রান। রুটের সঙ্গে তার দ্বিতীয় উইকেট জুটি থেমেছে ১৫১ রানে।

রুটের ফিফটি, উড়ছে ইংল্যান্ড

ধীরগতির শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে রানের গতি বাড়িয়েছে জো রুট। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৪৪ বল খেলেই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। মালানের সঙ্গে রুটের জুটি ইতোমধ্যেই শতরান পেরিয়ে গেছে। উইকেটের খোঁজে দিশেহারা বাংলাদেশ।

মালানের সেঞ্চুরি, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ

প্রথম ফিফটিতে ৩৯ বল খরচ করেছিলেন মালান। এরপর রানের গতি কিছুটা কমিয়েছেন। তাতে পরের ৫০ রান তুলেছেন ৫২ বলে। সবমিলিয়ে ৯১ বলে তিন অঙ স্পর্শ করেছেন এই ওপেনার।

বড় সংগ্রহের পথে ইংল্যান্ড

বেয়ারস্টো ফেরার পর কিছুটা হলেও রানের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। উইকেটে এসে দেখে-শুনেই শুরু করেন জো রুট। তবে উইকেটে থিতু হয়ে হাত খুলতে শুরু করেছেন এই অভিজ্ঞ ব্যাটারও। অপর প্রান্তে অবিচল আছেন মালান। এই দুইজনের ব্যাটে বড় সংগ্রহের পথেই হাঁটছে ইংলিশরা।

অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ

উড়ন্ত সূচনার পর সাকিব-মিরাজদের পাত্তায়ই দিচ্ছিলেন না মালান-বেয়ারস্টো। বারবার বোলিং পরিবর্তন করেও সাফল্যের দেখা মিলছিল না। দল যখন বিপদে তখন আরও একবার এগিয়ে আসেন সাকিব। শেষ পর্যন্ত অধিনায়কের হাত ধরেই ব্রেকথ্রু পেল বাংলাদেশ। ইনিংসের ১৮তম ওভারের পঞ্চম বলটি খানিকটা দ্রুতগতির ছিল। টার্ন করেনি। ব্যাকফুটে গিয়ে ভুল করেছেন বেয়ারস্টো। আড়াআড়ি খেলতে গিয়ে হয়েছেন বোল্ড। ৫২ রান করা এই ওপেনার সাজঘরে ফেরায় ভেঙেছে ১১৫ রানের উদ্বোধনী জুটি।

শততম ম্যাচে বেয়ারস্টোর ফিফটি

ওয়ানডেতে নিজের একশতম ম্যাচ খেলতে নেমেছেন বেয়ারস্টো। যে কারণে ম্যাচের আগে একটা বিশেষ ক্যাপও পেয়েছেন এই ওপেনার। বিশেষ এই দিনটা এবার ফিফটিতে রাঙালেন। এই মাইলফলক ছুঁতে তিনি খরচ করেছেন ৫৪ বল।

মালানের ফিফটি

ইনিংসের ১৪তম ওভারের তৃতীয় বলে সাকিবকে স্কয়ার লেগে ঠেলে এক রান নেন মালান। সেই সঙ্গে স্পর্শ করেন ব্যক্তিগত ফিফটি। বিশ্বকাপে এটি তার প্রথম ফিফটি। 

প্রথম পাওয়ার প্লেতে উইকেট শূন্য বাংলাদেশ

দশ ওভারের মধ্যেই ৫জন বোলার ব্যবহার করেছেন সাকিব। তিন পেসারের সঙ্গে হাত ঘুরিয়েছেন সাকিব-মিরাজও। তবে কেউই সাফল্যের দেখা পাননি। প্রথম পাওয়ার প্লে শেষে কোনো উইকেট না হারিয়ে ৬১ রান তুলেছে ইংল্যান্ড। 

৪৯ বলে ইংলিশদের ৫০

শুরুটা ধীরগতির হলেও সময়ের সঙ্গে সঙ্গেই রানের গতি বাড়িয়েছে ইংল্যান্ড। দুই ওপেনার মালান ও বেয়ারস্টোর সাবলীল ব্যাটিংয়ে ৪৯ বলেই প্রথম অর্ধশতক স্পর্শ করেছে ইংলিশরা।

শুরুতেই রিভিউ নষ্ট করলেন সাকিব

আফগানিস্তানের বিপক্ষে নতুন বলে সুবিধা করতে পারেননি পেসাররা। তবে ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালোই করেন তাসকিন-মুস্তাফিজ। ইনিংসের ৫ম ওভারে উইকেটের দেখাও পেতে পারতেন। মুস্তাফিজের বাউন্সারে পুল করেছিলেন ডেভিড মালান। তবে ব্যাটে-বলে করতে পারেননি। বল উইকেটকিপারের গ্লাভসে জমা পড়লে কট বিহাইন্ডের আবেদন করে বাংলাদেশ। কিন্তু আম্পায়ার তাতে সাড়া দেননি। এরপর রিভিউ নেন সাকিব। কিন্তু লাভ হয়নি। তৃতীয় আম্পায়ার নিশ্চিত করেছেন বল মালানের কাঁধে লেগেছিল।

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

দ্বিতীয় ম্যাচে বাদ পড়ছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। দলে এসেছেন শেখ মেহেদী। আগের ম্যাচে ৫ বোলার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। যা নিয়ে বেশ সমালোচনা সইতে হয়েছে টিম ম্যানেজমেন্টকে। বাড়তি বোলিং অপশন হিসেবে আজ যুক্ত হয়েছেন মেহেদী। ইংল্যান্ড দলেও আছে এক পরিবর্তন। মঈন আলীর বদলে দলে এসেছেন রিস টপলি।

বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ : ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।

 এইচজেএস