ভেতরে ফিট-ফাট, বাইরে সদর ঘাট! অনেকেই ধর্মশালার বাইরের সৌন্দর্য আর মাঠের আউট ফিল্ডকে এই প্রবাদ দিয়েই ব্যখা করছেন! পাহাড়ের কোল ঘেঁষে সমুদ্র পৃষ্ঠ থেকে ৪৭৯০ ফিট উঁচুতে ব্যাট-বলের লড়াই। প্রকৃতি তার সব সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে! অথচ বিশ্বকাপে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ আয়োজন করে সমালোচনার মুখে পড়েছে এই স্টেডিয়াম।

ধর্মশালার আউটফিল্ডে বহু জায়গায় চাপড়া চাপড়া ঘাস উঠে গিয়ে বালি বেরিয়ে পড়িয়েছে, আর সেখানে ফিল্ডিং করতে গিয়ে খেলোয়াড়রা বড়সড় চোট পেতে পারেন! আগামীকাল এখানেই বাংলাদেশের বিপক্ষে খেলবে ইংল্যান্ড। আজ সোমবার ম্যাচ পূর্ববর্তী সাংবাদ সম্মেলনে জস বাটলার অবশ্য সরাসরি জানালেন, এই আউটফিল্ডকে ‘আইডিয়াল’ বলা যাবে না কিছুতেই।

যদি কোনও কারণে মাঠ বা আউটফিল্ড খেলার অনুপযুক্ত হয়, তাহলে দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হবে বলেই টুর্নামেন্টের নিয়ম বলছে – মানে সে ক্ষেত্রে বাংলাদেশ ও ইংল্যান্ড উভয় দলই এক পয়েন্ট করে পাবে।

তবে ধর্মশালায় কালকের ম্যাচ খেলানোই যাবে না, ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ বা আইসিসি কর্মকর্তারা কেউই এখনো সেরবকম কোনও আভাস দেননি।

এইচজেএস