ছবি: সংগৃহীত

গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ রানের লক্ষ্য তাড়ায় ২ রান তুলতেই ৩ উইকেট হারায় ভারত। সেই বিপর্যয় থেকে দলকে টেনে তোলার চেষ্টা করছিলেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তবে ২০ রানের মাথায় ভারত হারাতে পারত চতুর্থ উইকেটটিও। কিন্তু ক্যাচ হাতছাড়া করে কোহলিকে জীবন দেন মিচেল মার্শ।

ভারতের ইনিংসের অষ্টম ওভারে জস হ্যাজলউডের শর্ট বলে স্কয়ার লেগ দিয়ে পুল করার চেষ্টা করেছিলেন কোহলি। কিন্তু বল ব্যাটের ওপরের অংশে লেগে আকাশে উঠে যায়। ক্যাচ ধরতে দুই দিক থেকে দৌড়ে আসেন মার্শ ও উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি। শেষ মুহূর্তে ক্যারি বল পর্যন্ত পৌঁছাতে পারেননি আর মার্শ মনোযোগ হারান। ফলে বল মার্শের হাত গলে নিচে পড়ে যায়।

সে সময় ক্যাচটি ধরতে পারলে ম্যাচের পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারত। তাই অস্ট্রেলিয়ার ম্যাচ হারের পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে এই ক্যাচ মিসকে। ম্যাচ শেষে নিজের ইউটিউব চ্যানেল ‘রমিজ স্পিকস’-এ মার্শকে কটাক্ষ করেছেন রমিজ রাজা।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আপনি বিরাট কোহলির ক্যাচ ছেড়ে দেবেন, আর আশা করবেন যে সে আপনাকে আবার সুযোগ দেবে, এমনটা হয় না। সে বিশ্বমানের খেলোয়াড়। মিচেল মার্শ এই ক্যাচ ছেড়েছে। তখন কোহলি মনে হয় শূন্য রানে ছিল (মূলত ১২ রান ছিল) আর সে (মার্শ) নিজেও ব্যাটিংয়ে শূন্য করেছে, সব মিলিয়ে সে ভারতের দিক থেকে সবচেয়ে মূল্যবান খেলোয়াড়।’

'ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ দেখার মতো ছিল। যদিও স্কোর কার্ড আপনাকে দেখাবে যে ভারত বেশ আরামেই জিতে গেছে। কিন্তু রান তাড়ার সময় শুরুতে এমন ধাক্কা খেয়েছে যে মনে হচ্ছিল অস্ট্রেলিয়া ভারতের জন্য কাজটা অনেক কঠিন করে দেবে, কিন্তু তা হয়নি।'-আরও যোগ করেন রমিজ।

এইচজেএস