বিশ্বকাপে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। দীর্ঘ ২৭ বছর পর বিশ্বকাপের মঞ্চে দেখা হবে দল দুটির। আজ (সোমবার) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়। 

সর্বশেষ ১৯৯৬ সালের ওয়ানডে বিশ্বকাপের পর আর কোনো বিশ্বকাপে মুখোমুখি হয়নি নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস। ভারতে অনুষ্ঠিত সেই আসরের চতুর্থ ম্যাচে বারোদায় ডাচরা মুখোমুখি হয়েছিল কিউইদের। ওই ম্যাচে ১১৯ রানের বড় ব্যবধানে জয় পায় নিউজিল্যান্ড। 

বিশ্বকাপের ওই ম্যাচের পর ২০২২ সালের মার্চে দ্বিতীয়বারের মতো দেখা হয় নিউজিল্যান্ড-নেদারল্যান্ডসের। ঘরের মাঠে ডাচদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে কিউইরা। তিন ম্যাচই দাপটের সঙ্গে জিতে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করে নিউজিল্যান্ড। 

এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি স্মরণীয় করে রেখেছে নিউজিল্যান্ড। কিউই ঝড়ে রীতিমত উড়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। দাপুটে জয়ের ধারাবাহিকতা দ্বিতীয় ম্যাচও ধরে রাখার আশা নিউজিল্যান্ডের। প্রতিপক্ষ নেদারল্যান্ডস হলেও হালকাভাবে নিচ্ছে না ব্ল্যাকক্যাপসরা।

অন্যদিকে, প্রতিপক্ষ নেদারল্যান্ডস প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে। তবে ম্যাচটিতে হারলেও বাবর আজমদের বেশ ভুগিয়েছে ডাচ বোলাররা। ফলে দ্বিতীয় ম্যাচে চমক দেখানোর লক্ষ্য তাদের। যদিও ওয়ানডে ক্রিকেটে এ  পর্যন্ত চারবারের দেখায় নেদারল্যান্ডসের বিপক্ষে সবগুলোতেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। 

নিউজিল্যান্ড-নেদারল্যান্ডস মুখোমুখি পরিসংখ্যান : 
১৭-০২-১৯৯৬ : নিউজিল্যান্ড ১১৯ রানে জয়ী, বারোদা
২৯-০৩-২০২২ : নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী, মাউন্ট মঙ্গানুই
০২-০৪-২০২২ : নিউজিল্যান্ড ১১৮ রানে জয়ী, হ্যামিল্টন 
০৪-০৪-২০২২ : নিউজিল্যান্ড ১১৫ রানে জয়ী, হ্যামিল্টন। 

এফআই