চেন্নাইয়ের এম চিদাম্বারাম স্টেডিয়ামে লো-স্কোরিং এক ম্যাচ দেখল ক্রিকেট ভক্তরা। অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানের টার্গেট পেরুতে অবশ্য কাঠখড় পোড়াতে হয়েছে ভারতকেও। শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে পড়া ভারতকে ম্যাচে ফিরিয়ে এনেছেন বিরাট কোহলি এবং লোকেশ রাহুল। দুজনের ১৬৫ রানের জুটি স্বাগতিকদের এনে দিয়েছে দারুণ এক জয়। 

ভারত এবং অস্ট্রেলিয়ার এই হাইভোল্টেজ ম্যাচ উপহার দিয়েছে বেশকিছু স্মরণীয় মুহূর্তের। একনজরে দেখে নেওয়া যাক সেসব মুহূর্ত। 

চেন্নাইয়ের তীব্র গরমে রীতিমত সংগ্রাম করতে হয়েছে অজি ব্যাটারদের। ওয়ার্নার স্মিথদের জন্য ছাতা আর ঠাণ্ডা পানি আনতে হয়েছে নিয়মিত। 

ভারতীয় স্পিনারদের দাপট, হতাশ অস্ট্রেলিয়ার ব্যাটাররা। চেন্নাইয়ের পিচে আজকের দিনের নিয়মিত দৃশ্য ছিল এটি।

ভারতের বোলিং তোপে ১৯৯ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।

জেএ