ভয়ে আছেন স্টোকস, খেলবেন না বাংলাদেশের বিপক্ষে!
ভারতের মাটিতে বিশ্বকাপে বিতর্ক যেন বড় সঙ্গী। উদ্বোধনী অনুষ্ঠান না থাকা, দর্শকদের উপস্থিতি কম থাকার পর মাঠ নিয়েও শুরু হয়েছে বিতর্ক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম দুই ম্যাচের ভেন্যু ধর্মশালার আউটফিল্ড নিয়ে আছে ব্যাপক সমালোচনা। ঘাস কম থাকায় এই মাঠে যেকোন মুহূর্তে চোট পেতে পারেন ক্রিকেটাররা।
আগের ম্যাচের পর আফগানিস্তান কোচ জোনাথন ট্রট কড়া সমালোচনা করেছিলেন এই মাঠের। দলের গুরুত্বপূর্ণ সদস্য মুজিব উর রহমান ইনজুরিতে না পড়ায় স্বস্তি প্রকাশ করেছিলেন তিনি। স্বদেশী ট্রটের এমন বার্তা পেয়েই কিনা কিছুটা ভয়ে আছে ইংলিশ টিম ম্যানেজমেন্ট। যার ফলাফল হিসেবে বাংলাদেশের বিপক্ষে বেন স্টোকসের খেলা নিয়েই আছে অনিশ্চয়তা।
বিজ্ঞাপন
বিশ্বকাপের জন্যই নিজের অবসর ভেঙেছেন স্টোকস। তবে হালকা ইনজুরির কারণে প্রথম ম্যাচটা খেলা হয়নি তার। দ্বিতীয় ম্যাচে খেলার কথা ভেবে নেটে অনুশীলন করেছেন এই অলরাউন্ডার। তবে কিছুটা শারীরিক অস্বস্তি এখনও রয়ে গিয়েছে তার। ধারণা করা হয়েছিল, বোলিং না করলেও অন্তত ব্যাটিং আর ফিল্ডিংয়ে দলের সঙ্গে থাকবেন তিনি। তবে সেটাও আর হচ্ছেনা।
আরও পড়ুন
আফগানিস্তানের কোচ জনাথন ট্রট নাকি নিজের ম্যাচের পরই ইংল্যান্ডের কোচিং স্টাফের কয়েকজনকে মেসেজ করে রেখেছেন। ট্রটের কাছে আউটফিল্ডের কথা জানার পর তখনই সিদ্ধান্ত নিয়ে নেয় ইংল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে স্টোকসকে হয়ত কোনো ভূমিকাতেই দেখা যাবে না।
যদিও সোমবার অনুশীলনে এসেছিলেন স্টোকস। ব্যাটিংয়েও সময় দিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। একদিনে রানিংয়েও খানিকটা অস্বস্তিতে ভুগতে দেখা যায় স্টোকসকে। ফলে বাংলাদেশের বিপক্ষে স্টোকসের খেলার সম্ভাবনা আরও কমে এসেছে। আর স্টোকস না খেলতে পারলে বাংলাদেশের বিপক্ষেও একাদশে দেখা যেতে পারে হ্যারি ব্রুককে।
জেএ