যে বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে রোহিত
বিশ্বকাপের এবারের আসরের পর্দা উঠেছে ৫ অক্টোবর। তবে প্রথমবারের মতো আজ মাঠে নামছে ভারত। চেন্নাইয়ে স্থানীয় সময় দুপুর ২ টায় নিজেদের প্রথম ম্যাচে পরাশক্তি অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে স্বাগতিকরা।
এই ম্যাচে একটি বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। অজিদের বিপক্ষে আজকের ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছক্কার মালিক বনে যেতে পারেন তিনি।
বিজ্ঞাপন
এখন পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৫৩টি ছক্কা হাঁকিয়েছেন ক্রিস গেইল। আর মাত্র তিনটে ছক্কা হাঁকালেই ক্যারিবিয় ব্যাটিং দানবকে ছাড়িয়ে যাবেন রোহিত শর্মা।
এখন পর্যন্ত ৪৫১ ম্যাচের ৪৭১ ইনিংসে ৫৫১টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। পাশাপাশি একদিনের ক্রিকেটে এখন পর্যন্ত ২৯২টি ছক্কা হাঁকিয়েছেন। আর আটটা ছক্কা হাঁকাতে পারলেই তিনি ৩০০ ছক্কার মালিক হবেন। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে রোহিতের সামনে এই রেকর্ড গড়ার সুযোগ রয়েছে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোহিত জানিয়েছেন, 'ভারতীয় ক্রিকেট দল আপাতত যথেষ্ট ভালো মুডে রয়েছে। দলের প্রস্তুতিও যথেষ্ট ভালো হয়েছে। দলের প্রত্যেক ক্রিকেটার এই ম্যাচে জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী।'
এইচজেএস