বিশ্বকাপের চতুর্থ ম্যাচে গতকাল (শনিবার) রানবন্যার নজির দেখেছে ক্রিকেটবিশ্ব। দুই ইনিংস মিলিয়ে এক ম্যাচেই হয়েছে ৭৫৪ রান। ওয়ানডে ফরম্যাটে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার মুখোমুখি দেখায় যা সর্বোচ্চ। আফ্রিকানদের দেওয়া ৪২৮ রানের জবাবে ৩২৬ রানে শ্রীলঙ্কার ইনিংস থামে। বিশ্বকাপ মিশনটা লঙ্কানরা শুরু করল ১০২ রানের বড় ব্যবধানে হেরে। ম্যাচটিতে বেশ কয়েকটি রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। 

বিশ্বকাপে সর্বোচ্চ রান :

ছেলেদের বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রানের নজির গড়ল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ ওভারে পাঁচ উইকেটে প্রোটিয়ারা ৪২৮ রান করে। যা বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রান। এতদিন পর্যন্ত রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার দখলে। ২০১৫ সালে আফগানিস্তানের বিপক্ষে ছয় উইকেটে ৪১৭ রান করেছিলেন অজিরা।

বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের তালিকার তিনে আছে ভারত। ২০০৭ আসরে তারা বারমুডার বিপক্ষে পাঁচ উইকেটে ৪১৩ রান করেছিল। তালিকার চার এবং পাঁচ নম্বরেও অবস্থান দক্ষিণ আফ্রিকার। ২০১৫ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪১১ রান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলটি ৪০৮ রান করেছিল।

বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতকের নজির :

এদিন মাত্র ৪৯ বলে বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়লেন এইডেন মার্করাম। ১২ বছর ধরে সেই রেকর্ড ছিল আয়ারল্যান্ডের তারকা কেভিন ও’ ব্রায়ানের দখলে। ২০১১ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক ম্যাচে ৫০ বলে তিনি সেঞ্চুরি করেছিলেন। এছাড়া ৫১ বলে গ্লেন ম্যাক্সওয়েল, ৫২ বলে এবি ডি ভিলিয়ার্স এবং ৫৭ বলে ওয়ানডে বিশ্বকাপে সেঞ্চুরি আছে ইয়ন মরগানের। 

একই ইনিংসে তিনটি সেঞ্চুরি :

বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম একই ম্যাচে শতরান করলেন একই দলের তিনজন ক্রিকেটার। প্রোটিয়াদের হয়ে সেঞ্চুরি করেছেন কুইন্টন ডি কক (৮৪ বলে ১০০ রান), রসি ভ্যান ডার ডুসেন (১১০ বলে ১০৮ রান) এবং মার্করাম (৫৪ বলে ১০৬ রান)।

দিল্লিতে ওয়ানডে ফরম্যাটে সর্বোচ্চ রান :

দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে একদিনের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তুলল দক্ষিণ আফ্রিকা। এতদিন পর্যন্ত এই ভেন্যুতে সর্বোচ্চ রান ছিল ওয়েস্ট ইন্ডিজের। ২০১১ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে ক্যারিবিয়ানরা আট উইকেটে ৩৩০ রান করেছিল।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ রান :

একদিনের ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রোটিয়াদের ইনিংসটি এদিন সর্বোচ্চ রানের নজির গড়েছে। পাঁচ উইকেটে তারা ৪২৮ রান সংগ্রহ করে। লঙ্কানদের বিপক্ষে তালিকায় পরের চারটি সর্বোচ্চ রানের নজির রয়েছে ভারতের। পাঁচটি ম্যাচই ভারতে হয়েছে।

এএইচএস