স্বাগতিক ভারতের মাটিতে বিশ্বকাপ শুরু হলেও এখনও মাঠে নামা হয়নি তাদের। ইতোমধ্যে ৮টি দল বিশ্বকাপের চারটি ম্যাচে মুখোমুখি হয়েছে। আজ (রোববার) নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামছে ভারত-অস্ট্রেলিয়া। এর আগে ডেঙ্গুতে অসুস্থ হওয়ায় শুভমান গিলকে নিয়ে দুঃসংবাদ পায় স্বাগতিকরা। তবে শেষ সময় পর্যন্ত তার জন্য অধিনায়ক রোহিত শর্মা অপেক্ষা করার কথা জানিয়েছেন। এদিকে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা।

আগে থেকেই প্যাট কামিন্সের দলে কয়েকটি ইনজুরির সমস্যা রয়েছে। স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েলরা আছেন চোটের অস্বস্তিতে। ঠিক সেই সময়ে জাম্পার আঘাত পাওয়াটা অস্ট্রেলিয়ার জন্য কিছুটা দুশ্চিন্তারও বটে। যদিও ভারতের বিপক্ষে জাম্পা খেলার মতো সুস্থ আছেন বলে জানিয়েছেন কামিন্স।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কামিন্স বলেছেন, ‘টিম হোটেলের সুইমিং পুলে জাম্পা সাঁতার কাটতে গিয়ে পুলের দেওয়ালে ধাক্কা খেয়েছে। আমাদেরকে জাম্পা বলেছে, তখন তার চোখ বন্ধ ছিল। জাম্পা ভেবেছিল যে ও সোজাই সাঁতরাচ্ছে। কিন্তু সেই সময়ে নিজের লক্ষ্যভ্রষ্ট হয়ে পুলের দেওয়ালে ধাক্কা লাগে তার। কিছুটা ব্যথা আছে, তবে ঠিক আছে সে।’

এর আগে একই দুর্ঘটনায় পড়েছিলেন অজি ক্রিকেটাররা। গত বছর পাকিস্তানের করাচিতে টিম হোটেলের সুইমিং পুলের পাশ দিয়ে হাঁটার সময় বেখেয়ালে পুলের মধ্যে পড়ে গিয়েছিলেন উইকেটরক্ষক-ব্যাটার অ্যালেক্স ক্যারি। ওই বছর নিজের বাড়িতে একটি জন্মদিনের অনুষ্ঠানের সময় দৌড়াতে গিয়ে বাজেভাবে পড়ে পা মচকে গিয়েছিল ম্যাক্সওয়েলের। ফলে ২০২২-২৩ মৌসুমে পুরো গ্রীষ্মকালীন সময়টা তাকে জাতীয় দলের বাইরে থাকতে হয়। 

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ দুপুর আড়াইটায় বিশ্বকাপ মিশন শুরু করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ম্যাচের আগে ৩১ বছর বয়সী জাম্পাকে অস্ট্রেলিয়ার টিম মিটিংয়েও উপস্থিত থাকতে দেখা যায়। ফলে ধারণা করা হচ্ছে, অজিদের প্রথম ম্যাচের একাদশেও দেখা যেতে পারে তাকে। 

এএইচএস