ক্রিকেটের ব্রোঞ্জে ইরাককে স্পর্শ বাংলাদেশের
ধর্মশালায় সাকিবরা যখন বিশ্বকাপে আফগানদের বিপক্ষে জয়ের প্রান্তে তখন হাংজুতে সাইফরা গেমসে ব্রোঞ্জ পদক গলায় ঝুলাচ্ছেন। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটে এটি বাংলাদেশের তৃতীয় পদক। ২০১০ সালে চীনের গুয়াংজুতে স্বর্ণ, ১৪ সালে ইনচোনে ব্রোঞ্জের পর এবার হাংজুতেও ব্রোঞ্জ জিতল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।
হাংজু এশিয়ান গেমসে এশিয়ার ৪৫ দেশ অংশগ্রহণ করছে। ৪১ দেশ পদকের স্বাদ পেয়েছে। বাংলাদেশ দুইটি ব্রোঞ্জ নিয়ে ইরাকের সঙ্গে যৌথভাবে ৩৫ তম অবস্থানে রয়েছে। নারী ক্রিকেটের ব্রোঞ্জ দিয়ে বাংলাদেশ এবার পদকের খাতা খুলেছে। এক পদক নিয়ে এক সপ্তাহের বেশি সময় বাংলাদেশ ইরাকের পেছনে ছিল। আজ পুরুষ ক্রিকেটে ব্রোঞ্জ জেতায় ইরাককে স্পর্শ করেছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
এবার এশিয়াডে বাংলাদেশ ১৭ ডিসিপ্লিনে অংশ নিয়েছে। ১৭ ডিসিপ্লিনের মধ্যে শুধু ক্রিকেট থেকেই পদক এসেছে। এশিয়ান গেমসে বাংলাদেশের শতভাগ সফল ডিসিপ্লিন ক্রিকেট। ২০১০, ১৪ ও ২০২২ তিন আসরেই ক্রিকেট থেকে পদক পেয়েছে বাংলাদেশ। নারী ও পুরুষ উভয় ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে। শনিবার সকালে ব্রোঞ্জ জয়ের পর বিকেলে পদক পড়েছেন সাইফরা। জিজিয়াং বিশ্ববিদ্যালয়ে বিকেলে পদক অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।
স্বাগতিক চীন ১৯৪ স্বর্ণসহ মোট ৩৬৮ পদক নিয়ে শীর্ষে। দক্ষিণ এশিয়ার দেশ ভারত রয়েছে চার নম্বর অবস্থানে। পদক তালিকায় দ্বিতীয় স্থান জাপানের এবং তৃতীয় স্থান দক্ষিণ কোরিয়ার।
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারতের পরের অবস্থান শ্রীলঙ্কার। দু’টি রৌপ্য ও দুই ব্রোঞ্জ নিয়ে ২৫ তম অবস্থানে দ্বীপরাষ্ট্রটি। এক সময় এশিয়াডে দাপট দেখানো পাকিস্তান এবারের সর্বসাকুল্যে পদক তিনটি। নেপাল এক পদক নিয়ে বাংলাদেশের পেছনে। দক্ষিণ এশিয়ার অন্য দুই দেশ মালদ্বীপ ও ভূটান কোনো পদক জিততে পারেনি।
এজেড/জেএ