ম্যাচ হেরে ধর্মশালার আউটফিল্ডকে দুষলেন আফগান কোচ
বিশ্বকাপের সবচেয়ে সুন্দরতম ভেন্যু বলা হচ্ছে হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়ামকে। সারাবিশ্বেই সবচেয়ে সুন্দর ভেন্যুর একটি ধরা হয় একে। কিন্তু এই ভেন্যুর আউটফিল্ড নিয়ে আছে ঘোরতর অভিযোগ, নিম্নমানের আউটফিল্ডের কারণে এর আগে ভারতের একটি ম্যাচ এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। আজ বিশ্বকাপের প্রথম ম্যাচের পর আবারও আলোচনায় এসেছে এই আউটফিল্ড।
ম্যাচ হারের পর আফগান কোচ জোনাথন ট্রট তো সরাসরিই আঙুল তুলেছেন মাঠের দিকে। ফিল্ডিং করতে গিয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্য মুজিব-উর-রহমান ইনজুরি না হওয়ায় ফেলেছেন স্বস্তির নিঃশ্বাস। যদিও বিপরীত মত বাংলাদেশের অধিনায়কের। খেলা শেষে সাকিব আল হাসান বলেছেন, ম্যাচ জিততে হলে এই ধরণের কঠিন আউটফিল্ডে মানিয়ে নিতে হবে।
বিজ্ঞাপন
ধর্মশালার মাঠে আজও দেখা গিয়েছে অপর্যাপ্ত ঘাস আর আগোছালো আউটফিল্ড। এমন জায়গায় ইনজুরিতে পড়তে পারেন যে কোনো ক্রিকেটার। ম্যাচ শেষে আফগানিস্তান দলের অভিযোগ, আন্তর্জাতিক ম্যাচের জন্য এখনো তৈরি হয়নি ধর্মশালার আউটফিল্ড। তাছাড়া বৃষ্টির কারণে পানি নিষ্কাশনেও সমস্যা আছে ভেন্যুটির।
— CricketGully (@thecricketgully) October 7, 2023
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ট্রট বলেন, 'আমরা সারা বিশ্বে ক্রিকেটের বিজ্ঞাপন দেখতে পাই যেখানে খেলোয়াড়দের তাদের ফিল্ডিং উন্নত করতে শেখানো এবং উৎসাহিত করা হয়। এমন যুগে যদি আপনি খেলোয়াড়দের চোট নিয়ে চিন্তিত হন... আমরা ভাগ্যবান মুজিবের হাঁটুতে গুরুতর চোট পাননি।'
এর আগে চলতি বছর বাজে আউটফিল্ডের কারণে ধর্মশালা থেকে ম্যাচ সরাতে বাধ্য হয় বিসিসিআই। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্ট ম্যাচ হওয়ার কথা ছিল ধর্মশালায়। পরে সেটা সরিয়ে নেওয়া হয় ইন্দোরে।
এই মাঠেই আগামী মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এরপর অবশ্য আরও একটি ম্যাচ আছে এখানে। যে খেলায় স্বাগতিক ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।
জেএ