ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক সমস্যার যেন সমাধানই নেই। বিশ্বকাপে যাওয়ার আগে পাকিস্তানের খেলোয়াড়দের ভিসা নিয়ে বেশ বড় রকমের সমস্যাই পোহাতে হয়েছে। ভারত যাওয়ার নির্ধারিত সূচির মাত্র একদিন আগেই পাওয়া গিয়েছিল ভিসা। সেটাও পাকিস্তানের ক্রিকেট বোর্ড আইসিসি বরাবর অভিযোগ করার পরে।

পাকিস্তান ক্রিকেট দল ভারতে গিয়ে ম্যাচও খেলে ফেলেছে। কিন্তু ভিসা নিয়ে ভারতের অবহেলার যেন শেষ হলো না। এবার পাকিস্তানের সাংবাদিকরা ভিসা না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। বিষয়টির মীমাংসা করতে আরও একবার আইসিসির কাছে ধর্ণা দিয়েছে পিসিবি। আইসিসিও আশ্বাস দিয়েছে সমস্যা সমাধানের।  

বিশ্বকাপ উপলক্ষ্যে অংশরগ্রহণকারী সব দেশের সাংবাদিকরাই জড়ো হয়েছেন ভারতের আয়োজক শহরগুলোতে। দেশ-বিদেশের সাংবাদিকদের মিলনমেলায় পরিণত হয়েছে ভারত। তবে, এই স্রোতে নেই পাকিস্তানের সাংবাদিকরা। যদিও ভারতীয় দূতাবাসের কাছে ভিসার আবেদন করেছেন অনেক পাকিস্তানি সাংবাদিক। কিন্তু প্রায় কারও ভিসাই মঞ্জুর হয়নি বলে অভিযোগ পিসিবি কর্তাদের। এমনকি ভিসা না পাওয়ায় হায়দরাবাদে পাকিস্তান-নেদারল্যান্ডস ম্যাচে থাকতে পারেননি পাকিস্তানের কোনও সাংবাদিক। 

যদিও পাকিস্তানের অনেক সাংবাদিকই আইসিসির অ্যাক্রেডিটেশন পেয়েছেন। ভারতের প্রতিবেশী দেশ থেকে অন্তত ৬০ জন সাংবাদিক বিশ্বকাপের জন্য ম্যাচভেন্যুতে থাকবেন বলে জানা গিয়েছে। তবে ছিলেন না তাদের কেউ। এমনকি গ্যালারিতেও ছিলেন না বাবর আজমদের কোন সমর্থক। সব মিলিয়ে হতাশ পিসিবি বাধ্য হয়েই অভিযোগ জানিয়েছেন আইসিসিকে।

পাকিস্তানের সাংবাদিক এবং সমর্থকেরা যাতে বিশ্বকাপ দেখতে ভারতে যেতে পারেন, সে ব্যাপারে চেষ্টা করছেন আইসিসি কর্তারা। এ নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তারা। 

পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘‘ভারতীয় কর্তৃপক্ষের আচরণ অত্যন্ত হতাশজনক। আমরা আইসিসির হস্তক্ষেপ চেয়েছি। বিশ্বকাপ নিয়ে প্রতিটি সদস্য দেশের সঙ্গে চুক্তি রয়েছে আইসিসির। আমাদের সাংবাদিক এবং সমর্থকদের ভারতের ভিসা পাওয়ার বিষয়টি নিশ্চিত করা উচিত আইসিসির।’

জেএ