আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে বলে দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে টাইগার ক্রিকেটাররা। মাঠের বাইরের সমালোচনাকে উড়িয়ে দিয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় এসেছে ৬ উইকেটে। একপেশে এই জয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলেও নিজেদের ৩য় অবস্থান নিশ্চিত করেছে সাকিব আল হাসানরা। 

টেবিলের শীর্ষ দুইয়ে আছে নিউজিল্যান্ড এবং পাকিস্তান। দুই দলই নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে। তবে নেট রানরেটের হিসেবে অনেকখানি এগিয়ে কিউইরা। তাদের নেট রানরেট ২ দশমিক ১৪৯। পাকিস্তানের পয়েন্ট ১ দশমিক ৬২। আর পাকিস্তানের চেয়ে কিছুটা পিছিয়ে বাংলাদেশ। তিনে থাকা টাইগারদের নেট রান রেট ১ দশমিক ৪৩৮। 

# দল ম্যাচ জয় হার ড্র পরিত্যক্ত নেট রানরেট পয়েন্ট
নিউজিল্যান্ড
২.১৪৯
পাকিস্তান
১.৬২
বাংলাদেশ
১.৪৩৮
ভারত
অস্ট্রেলিয়া
দক্ষিণ আফ্রিকা
শ্রীলঙ্কা
আফগানিস্তান
- ১.৪৩৮
নেদারল্যান্ড
-১.৬২
১০
ইংল্যান্ড
-২.১৪৯

এদিকে এই ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সবার নিচেই থাকছে ইংল্যান্ড। তার উপরের দিকেই আছে নেদারল্যান্ডস ও আফগানিস্তান। এই মুহূর্তে মাঠে চলছে শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার খেলা। 

জেএ