বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ১৫৬ রানেই আটকে দিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত একটা দিন কাটছে টাইগার কাপ্তান সাকিব আল হাসানেরও। বল হাতে সফল আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও অধিনায়ককে কৃতিত্ব দিলেন।

আফগানদের ধরাশয়ী করার পর ব্রডকাস্টিংকে দেওয়া সাক্ষাৎকারে মিরাজ জানালেন, সাকিব ভাই প্রথমে দুই উইকেট তুলে নিয়ে সহজ করে দিয়েছেন। ‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’-বলেও অ্যাখা দেন মিরাজ। 

টাইগার এই অলরাউন্ডার বলেন, তিন উইকেট পেয়ে আমি সত্যিই খুশি। প্রথম ওভারে আমি কিছুটা নার্ভাস ছিলাম এরপর ক্যাপ্টেন আমাকে বলে যদি সঠিক জায়গায় বল করতে পারি তবে আমি ভাল করতে পারব। উইকেট একটু কঠিন, কিছু বল টার্ন করছে আর কিছু করছে না। এটা আমাদের জন্য একটা ভালো সুযোগ এবং আমরা জয়ের দিকে এগিয়ে আছি। সাকিব ভাই সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।

আফগানিস্তানের ১০ উইকেটের ৬টিই ভাগাভাগি করে নিয়েছেন সাকিব ও মিরাজ। এ ছাড়া পেসার শরিফুল দুটি ও তাসকিন এবং মুস্তাফিজ একটি করে উইকেট দখলে নিয়েছেন। 

এসএইচ/এফআই