বড় মঞ্চে বাংলাদেশের ম্যাচ মানেই গ্যালারিতে পরিচিত মুখ মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ। মাঠে হাজির হয়ে তাকে সন্তান ও লাল-সবুজের জার্সিধারীদের সমর্থন দিতে অনেকেবারই দেখা গেছে। এবার বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দেখতে ভারতের ধর্মশালায়ও উড়ে গেছেন তিনি।

গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। আর এই আসরে নিজেদের প্রথম ম্যাচ আজ (শনিবার) মাঠে নেমেছে বাংলাদেশ। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করছে সাকিব আল হাসানের দল।

বাংলাদেশ দলের খেলা দেখতে ঢাকা থেকে আগেই ধর্মশালায় উড়ে গিয়েছেন মুশফিকের বাবা। ধর্মশালার গ্যালারিতে দলকে চিয়ার-আপ করতে দেখা যায় তাকে। এবারই প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে ছেলের খেলা দেখতে কখনও ঢাকা কখনওবা মাহবুব হামিদকে বিদেশের মাটিতেও দেখা গেছে।

এর আগে ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপ দেখতেও সপরিবারে উড়াল দিয়েছিলেন তিনি। চলমান বিশ্বকাপে এখন পর্যন্ত অনুষ্ঠিত দুটি ম্যাচে গ্যালারির অনেকাংশ ফাঁঁকা দেখা গেছে। বিনামূল্যে টিকিট দিয়েও দর্শক ভরাতে পারছে না আইসিসি ও আয়োজক বিসিসিআই। আগের দুটি ম্যাচ হয়েছিল আহমেদাবাদ ও হায়দরাবাদে। সেই ধারাবাহিকতায় ধর্মশালায়ও গ্যালারির অনেকটাই আগে থেকে ফাঁকা থাকার আভাস মিলেছে। তবে বয়োজ্যেষ্ঠ মাহবুব হামিদের মতো দর্শক থাকলে নিশ্চয়ই অনুপ্রেরণা পাবেন টাইগার ক্রিকেটাররা।

আফগানদের বিপক্ষে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে খেলছে বাংলাদেশ। তার মধ্যে স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ—দুজনই অলরাউন্ডার। একাদশে আছেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম, মাহমুদউল্লাহ রিয়াদও।

এসএইচ/এএইচএস