বিশ্বকাপের প্রথম লড়াইয়ে আগামীকাল (শনিবার) মাঠে নামছে বাংলাদেশ। এশিয়া কাপে হারানোর সুখস্মৃতি নিয়ে তারা আফগানিস্তানের মুখোমুখি হবে। এর আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ কালো সানগ্লাস পরে হাজির হয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে প্রথম ম্যাচের একাদশ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হয়। যার বিপরীতে কোনো খোলামেলা উত্তর দেননি হাথুরু। 

এ সময় বিশ্বকাপে টাইগারদের প্রথম ম্যাচের ওপেনিং নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আপনি সঠিকভাবে উল্লেখ করেছেন যে (ওপেনিংয়ে) আমাদের হাতে কিছু বিকল্প রয়েছে। সুতরাং আমরা আগামীকাল সকালে এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য আরও ভালো পরিস্থিতিতে থাকব। আমরা প্রথমে ব্যাট করলে (ওপেনিংয়ের জন্য) কারা নামবে এবং পরে ব্যাট করলে কারা খেলবে সেটা আপনি আগামীকাল দেখতে পাবেন।’

ধর্মশালার উইকেট দেখে হাথুরুর কণ্ঠে তৃপ্তির ঢেকুর শোনা গেছে, ‘ওয়ানডে ক্রিকেটের জন্য এই উইকেট সত্যিই ভালো। আমার মনে হয়েছে যে খুব শক্ত উইকেট এবং ঘাসে ঢাকা। এটা খুব ভালো স্পোর্টিং উইকেট। এই মাঠে অনেক রান আশা করছি। (একাদশের) কম্বিনেশন আমরা আগামীকাল সকালে ঠিক করব এবং তখন আবার উইকেট দেখব। কারণ কিউরেটর বলেছেন যে আজও তিনি উইকেট নিয়ে কিছুটা কাজ করবেন।’

এর আগে বাংলাদেশকে সেমিফাইনালে দেখতে চাওয়ার কথা বলেছিলেন হাথুরু। আর সেজন্য সাকিব আল হাসানদের জিততে হবে অন্তত ৫টি ম্যাচ। সেই মিশনের শুভসূচনা করতে হলে আফগানদের বিপক্ষে টাইগারদের অবশ্যই জিততে হবে। ধর্মশালায় বাংলাদেশ সময় সকাল ১১টায় শুরু হবে ম্যাচটি। 

এসএইচ/এএইচএস