আফগান ম্যাচের আগে অনুশীলনে বাংলাদেশ দল। ছবি আইসিসির সৌজন্যে

পাহাড়ের কোলঘেঁষে নয়নাভিরাম দৃশ্যের মাঝে অবস্থিত ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালা স্টেডিয়াম। যার পোষাকি নাম হিমাচল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম। দর্শক ধারণক্ষমতা মোটে ২৩ হাজার। চারপাশের অভূতপূর্ব দৃশ্যের সঙ্গে ক্রিকেটের রসায়নটা এখানে বেশ জমজমাট। এই মাঠেই আগামীকাল (৭ অক্টোবর) বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

ওয়ানডে সুপার লিগের টেবিলে তিন নম্বরে থেকেই বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স আর বিশ্বকাপের আগে মাঠের বাইরে নানা বিতর্কে কিছুটা ব্যাকফুটে টিম টাইগার্স।

তবে বাইশগজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ক্রিকেটারদের। একদিন আগে আশার কথা শুনিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের সেমিফাইনাল খেলার সামর্থ্য আছে বলেও মনে করেন সুজন। 

আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ধর্মশালায় অনুশীলন সেরেছে দল। সেটিরই ছবির গল্প থাকছে এই পর্বে। ছবি ক্রেডিট-আইসিসি।

মাঠের বাইরে নানা বিতর্ক চললেও খেলায় মন ক্রিকেটারদের। মুশফিকদের ফুরফুরে মেজাজের এই ছবিই যেন তেমন ইঙ্গিত দিচ্ছে।  
সাম্প্রতিক সময়ে বড় স্বস্তির জায়গা বাংলাদেশের পেস ইউনিট। বিশ্বকাপেও সামর্থ্যের প্রমাণ দিতে চান তাসকিন-হাসান মাহমুদরা।
টাইগারদের পেস বিপ্লবদের নেপথ্য নায়ক অ্যালান ডোনাল্ডের অনুসন্ধানী চোখ কার দিকে?
অনেক ঝড় পেরিয়ে বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহ রিয়াদ। আস্থার প্রতিদান দিতে পারবেন?

এফআই