কনওয়ে-রবীন্দ্র’র রেকর্ডগড়া জোড়া সেঞ্চুরি
‘বাজবলে’র ক্রিকেট প্রচলনের মাধ্যমে ২২ গজে নতুন আগ্রাসনের সূচনা করে ইংল্যান্ড। তারা সেই বাজবলের খেল দেখিয়ে আসছে ঐতিহ্যবাহী ফরম্যাট টেস্ট ম্যাচেও। যে কারণে ওয়ানডেতেও তাদের আক্রমণাত্মক রূপ দেখানো-ই স্বাভাবিক। এছাড়া বিশ্বকাপজুড়ে রানের জোয়ার তৈরির আভাস মিলেছিল প্রস্তুতি ম্যাচগুলোতেও। সেই তুলনায় কিছুটা কম সংগ্রহ-ই দেখেছে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ। ইংলিশদের দেওয়া ২৮২ রানের জবাবে এক প্রকার ছেলে-খেলাই করছে দুই কিউই ব্যাটার ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্র। যা দুজনকেই রেকর্ডগড়া জোড়া সেঞ্চুরি এনে দিয়েছে।
ত্রয়োদশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ইতিহাসের অনন্য নজির দেখলো ক্রিকেটবিশ্ব। রাচিন রবীন্দ্র নিজের অভিষেক বিশ্বকাপের প্রথম ম্যাচেই ম্যাজিক ফিগারের দেখা পেয়েছেন। তার আগেই কনওয়ে পেয়েছেন ওডিআই ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। যার মধ্যে চারটি সেঞ্চুরি তিনি চলতি বছরে করেছেন। দুইশ’র অধিক রানের এই জুটিতে নিউজিল্যান্ড বিশ্বকাপ পার্টনারশিপে নতুন রেকর্ড গড়েছে।
বিজ্ঞাপন
মাত্র ৮৩ বলেই সেঞ্চুরি করেছেন কনওয়ে। যা চলতি বিশ্বকাপের প্রথম কোনো ব্যাটারের সেঞ্চুরি। এছাড়া রবীন্দ্র ম্যাজিক ফিগার পূর্ণ করেছেন ৮২ বলে। শুরু থেকে তিনিই বেশি আক্রমণাত্মক ছিলেন। এর আগে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৯৭ রান করে দারুণ কিছুর ইঙ্গিত দিয়ে রেখেছিলেন ২৩ বছর বয়সী এই ব্যাটার।
শেষ খবর পাওয়া পর্যন্ত নিউজিল্যান্ড ৩২ ওভারে ১ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করেছে। ওপেনার ডেভন কনওয়ে ১১০ বলে ১৫টি চার ও দুই ছক্কায় ১২০ রানে খেলছেন। তিনে নামা তার সঙ্গী রাচিন রবীন্দ্র ৯২ বলে ১০টি চার ও ৫ ছক্কায় ১১৫ রানে ব্যাট করছেন। অন্য ওপেনার উইল ইয়ং ফিরেন প্রথম বলেই শূন্য করে।
— ESPNcricinfo (@ESPNcricinfo) October 5, 2023
এর আগে জো রুটের ৭৭ এবং জস বাটলারের ৪৩ রানের সুবাদে প্রথম ইনিংসে ইংল্যান্ড ২৮২ রান সংগ্রহ করে। কিউই বোলার ম্যাট হেনরি ও মিচেল স্যান্টনারদের দাপটে তাদের ইনিংস থামে তিনশ রানের আগেই।
এএইচএস