‘হায়দরাবাদী বিরিয়ানি খাওয়ায় বাজে ফিল্ডিং করেছে পাকিস্তান’
প্রায় সাড়ে তিনশ ছোঁয়া দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান। তবে বিশ্বকাপের আগে সর্বশেষ প্রস্তুতি হিসেবে খেলা দুটি ম্যাচেই বাবর আজমরা পরাজিত হয়েছে। যদিও এ ধরনের ম্যাচে হার-জিত অতটা গুরুত্বপূর্ণ নয়। কারণ ওয়ার্ম-আপ ম্যাচে ব্যাটার ও বোলার ব্যবহারে খুব একটা সীমাবদ্ধতা নেই, তাই প্রতিটি দলই সর্বোচ্চ প্রস্তুতির লক্ষ্যে সবাইকে সুযোগ দিয়ে থাকে। কিন্তু দুটি ম্যাচেই পাকিস্তানের বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে বাজে ফিল্ডিং। যার জন্য নিয়মিত ‘হায়দরাবাদী বিরিয়ানি খাওয়াকে’ দায়ী করেছেন সহ-অধিনায়ক শাদাব খান।
বিশ্বকাপ খেলতে ভারতে পা রাখার পর থেকে পাকিস্তান দল এখন পর্যন্ত হায়দরাবাদেই অবস্থান করছে। সেখানকার রাজিব গান্ধী স্টেডিয়ামে তারা দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডকে ৩৪৬ রানের লক্ষ্য দিয়েও হেরেছে বড় ব্যবধানে। পরের ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ৩৫২ রানের জবাবে বাবররা থেমেছেন ১৪ রান দূরত্বে। একইসঙ্গে এসব ম্যাচে ফিল্ডিংয়ে বেহাল দশা দেখা গেছে পাকিস্তানের।
বিজ্ঞাপন
আরও পড়ুন
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটিতে অধিনায়কের দায়িত্বে থাকা শাদাবকে এ নিয়ে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, ‘আমরা (হায়দরাবাদী বিরিয়ানি) এটি নিয়মিত খাচ্ছি। সম্ভবত সে কারণে আমরা (ফিল্ডিংয়ে) কিছুটা ধীরগতির হয়ে গেছি (হাসি)।’
— Cricket Pakistan (@cricketpakcompk) October 4, 2023
প্রস্তুতি ম্যাচে পরাজয়ের প্রসঙ্গে শাদাব খান বলেন, ‘ফলাফল গুরুত্বপূর্ণ নয়। আমরা অনেক ইতিবাচক বিষয় খুঁজে পেয়েছি। আমাদের মনোভাব ভালো ছিল, তবে ফলাফল হাতে ছিল না। আমার মনে হয় আমাদের একাদশ পেয়ে গেছি, বাকিদেরও সামর্থ্য বোঝার জন্য আমরা তাদের বিশ্রামে রেখেছিলাম। যখন কেউ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে খেলে, তারা আত্মবিশ্বাস পায়। আমরা এখানকার (হায়দরাবাদ) কন্ডিশনে ভালোই অভিজ্ঞতা পেয়েছি।’
এর আগে ২৭ সেপ্টেম্বর দুবাই থেকে হায়দরাবাদের রাজিব গান্ধী বিমানবন্দরে পৌঁছান বাবর-শাহিন আফ্রিদিরা। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচ সেখানেই খেলবে পাকিস্তান। আগামী ৬ অক্টোবর প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে নেদারল্যান্ডসের।
এএইচএস