ভারতীয় ক্রিকেটের বড় পোস্টার-বয় বিরাট কোহলি। এই মাস্টার ব্যাটারের সামনে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপে বেশকিছু রেকর্ড হাতছানি দিচ্ছে। তিনি নিজেও পুরোদমে প্রস্তুতি সেরেছেন। কোহলিসহ রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ ও রবিচন্দ্রন অশ্বিনের মতো বড় তারকাদের নিয়ে আরও একবার শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চায় ভারত। এরই মাঝে বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে একটি বিড়ম্বনার বিষয় সামনে এনেছেন বিরাট কোহলি। ম্যাচের টিকিট নিয়ে তাকেও ঝামেলায় পড়তে হয় বলে তার এক পোস্টে ইঙ্গিত পাওয়া গেছে!

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক স্টোরিতে বিড়ম্বনার হলেও ‘মজার’ এই তথ্য ভাগাভাগি করে নিয়েছেন কোহলি। সেই স্টোরিতে ভারতীয় এই তারকা লিখেন, ‘বিশ্বকাপ যখন একেবারে দোরগোড়ায়, তখন বন্ধুদের বিনীতভাবে জানাচ্ছি যে, পুরো টুর্নামেন্টে আমাকে কেউ টিকিটের জন্য অনুরোধ করবে না। বাসা থেকে খেলা উপভোগ করো, প্লিজ (হাসির ইমোজি)।’

কোহলি-আনুশকার ইনস্টাগ্রাম স্টোরি

এরপর কোহলির সেই স্টোরি নিজেও শেয়ার করেছেন তার স্ত্রী ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। এর সঙ্গে হাসির ইমোজি দিয়ে নিজের ছোটো একটি মন্তব্যও যোগ করেন আনুশকা, ‘এবং আমাকেও যোগ করুন (অনুরোধ না করার তালিকায়)। যদি আপনার মেসেজের জবাব না দিই, দয়া করে আমাকেও কেউ আবার অনুরোধ করবেন না। বিষয়টা বোঝার জন্য সবাইকে ধন্যবাদ।’

এর আগে  বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে দলের সঙ্গে গুয়াহাটিতে গিয়েছিলেন কোহলি। কিন্তু এরপরই জরুরি ফ্লাইটে তিনি মুম্বাইয়ে ফিরেন। তখন থেকেই দ্বিতীয় সন্তান আসার গুঞ্জন শুরু হয় কোহলি-আনুশকার ঘরে। একাধিক ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, আনুশকা শর্মা তিন মাসেরও বেশি অন্তঃসত্ত্বা। সে কারণে কয়েক মাস ধরেই আনুশকা নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন। স্বামী কোহলির সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। কোহলি দম্পতি আগেরবারের মতোই তাদের খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গতবারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন ভিরুশকা দম্পতি।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। প্রথম ম্যাচেই মাঠে নামবে গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের বিশ্বকাপ মিশন।

এএইচএস