আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। বাইশ গজে বিশ্বসেরা হওয়ার এই লড়াইয়ে ইতোমধ্যেই জায়গা নিশ্চিত করেছে ১০ দল। ভারত বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর সম্ভাবনা নিয়ে ধারবাহিক প্রতিবেদন প্রকাশ করছে ঢাকা পোস্ট। চতুর্থ পর্বে থাকছে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কাটা-ছেঁড়া।

এবারের ওয়ানডে সুপার লিগে অংশ নিয়েছিল মোট ১৩ টি দল। যেখান থেকে আয়োজক ভারতসহ সরাসরি মূলপর্ব নিশ্চিত করেছে ৮ দল। এই ৮ দলের মধ্যেই ছিল দক্ষিণ আফ্রিকা। তবে টেম্বা বাভুমার দলটা এই পর্বে আপ টু দ্য মার্ক খেলতে পারেনি। অল্পের জন্যই বাছাই পর্বে যেতে হয়নি। বলা যায়, কানের পাশ ঘেষে বুলেটটা ক্যারিবিয়ানদের গায়ে লেগেছে! ২৪ ম্যাচের সুপার লিগে আর একটা ম্যাচ হারলেই বিশ্বকাপ অনিশ্চিত হয়ে যেত। যাই হোক সুপার লিগে ভাগ্য তাদের সঙ্গে ছিল, এবার মূল পর্বে চোকার তকমাটা ঘুচাতে পারলেই হয়!

প্রোটিয়াদের হয়ে ইনিংস ওপেন করবেন কুইন্টন ডি কক। এবারের বিশ্বকাপ দিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলা এই ওপেনার নিশ্চিতভাবেই নিজের শেষ বিশ্বকাপ রাঙাতে চাইবেন। ওয়ানডে ক্যারিয়ারে ১৭ সেঞ্চুরি, ৩০ হাফ সেঞ্চুরির সাহায্যে প্রায় ৪৫ গড়ে ছয় হাজার ১৭৬ রান করেছেন তিনি। এবার নিঃসন্দেহে এই পরিসংখ্যানকে পূর্ণতা দিতে চাইবেন এই ওপেনার। তার সঙ্গী হবে বাভুমা। তার সাম্প্রতিক ফর্ম বেশ ভালো। তাই বিশ্বকাপের বড় মঞ্চে দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ভালো শুরু এনে দেওয়ার দায়িত্বটাও থাকবে তার কাঁধে।

দলে আরও বেশ কয়েকজন টপ অর্ডার ব্যাটার আছেন-রেজা হেন্ড্রিকস, এইডেন মার্করাম, রাসি ফন ডার ডুসেন। তাদের মধ্যে মার্করাম, ফন ডার ডুসেন নিয়মিতই খেলবেন। বিশেষ করে ফন ডার ডুসেনের দিকে নজর থাকবে সবার।মিডল অর্ডারের বড় নাম ডেভিড মিলার। এই অভিজ্ঞ ব্যাটার নিজের দিনে যে কোনো দলকে ভুগাতে পারেন। মিডল অর্ডারের আরেক নাম হেনরিখ ক্লাসেন। এই উইকেটকিপার ব্যাটার দ্রুত রান তুলতে পারেন। শেষের দিকে বড় পার্থক্য গড়ে দিতে পারেন তিনি।

দক্ষিণ আফ্রিকার স্কোয়াডে অলরাউন্ডারের সংখ্যাটা মাত্র দুই-মারকো জানসেন, অ্যান্ডিলে ফেহলুকায়ো। জানসেন নিয়মিতই একাদশে থাকবেন। তার পেসের সঙ্গে লোয়ার মিডল অর্ডারে ভরসাযোগ্য ব্যাটিং দলের জন্য বাড়তি পাওয়া।

প্রোটিয়াদের স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন তাবরাইজ শামসি। এই চায়নাম্যানের সঙ্গে থাকবেন কেশব মহারাজ। পেস বিভাগে দলটার পাওয়ার হাউস কাগিসো রাবাদা। তার সঙ্গী জেরাল্ড কোয়েটজি, লুঙ্গি এনগিদি, লিজার্ড উইলিয়ামস।

এই বিশ্বকাপে প্রোটিয়াদের আক্ষেপের জায়গা এনরিখ নোকিয়ের না থাকা। এই প্রিমিয়াম পেসার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর ছিটকে যান। তার চোট নিশ্চিত ভাবেই ভোগাবে দলকে।

বিশ্বকাপ স্কোয়াড- টেম্বা বাভুমা (ক্যাপ্টেন), জেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হ্যান্ডরিক্স, মারকো জানসেন, হেনরিখ ক্লাসেন, অ্যান্ডিলে ফেহলুকায়ো, কেশব মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিদি, লিজার্ড উইলিয়ামস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি ও র‍্যাসি ভ্যান ডার দাসেন।

এইচজেএস