সর্বশেষ এশিয়া কাপেও চ্যাম্পিয়ন ভারতের হয়ে খেলেছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। এরপর বিশ্বকাপ দলেও তার থাকাটা অনেক-টাই নিশ্চিত ছিল। কিন্তু মাঝে বাধ সাধে হাতের চোট। সে কারণে তার পরিবর্তে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নেন অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। দল থেকে বাদ পড়ায় আক্ষেপ রয়েছে প্যাটেলের, সে কারণে ইনস্টাগ্রামে তিনি একটি ইঙ্গিতপূর্ণ একটি স্টোরি দিয়েছেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। 

গতকাল (শুক্রবার) নিজের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট থেকে দুটি স্টোরি দেন অক্ষর প্যাটেল। প্রথম স্টোরিতে তিনি লেখেন, ‘আমার উচিত ছিল কমার্সের বদলে সায়েন্স নিয়ে পড়াশোনা করা এবং এমন একজনকে ভাড়া করা, যে আমার হয়ে গলা ফাটাতে (পিআর) পারবে।’ পরের স্টোরিতে অ্যানিমেশনে তৈরি করা একটি কঙ্কালের ছবি পোস্ট করেন তিনি, যেখানে সে কাঁচি দিয়ে হৃদযন্ত্র কাটছে।

ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ দলে না থাকায় স্বাভাবিকভাবে বেশ আঘাত পেয়েছেন প্যাটেল। সেটাই হয়তো তার স্টোরিতে ফুটিয়ে তোলা হয়েছে। পরবর্তীতে তার স্টোরি দুটির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। যা নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। তার বদলে স্কোয়াডে যুক্ত হওয়া অশ্বিন নিজে বিজ্ঞানের ছাত্র, আর প্যাটেল বাণিজ্যের। তাহলে কি প্যাটেল সেই প্রসঙ্গ টেনে এনে সতীর্থকে কটাক্ষ করেছেন? নাকি কমার্সের থেকে সায়েন্সের কদর বেশি, সেই দিকটি তুলে ধরতে চেয়েছেন।

প্যাটেলের ইনস্টাগ্রাম স্টেরি

একইসঙ্গে অশ্বিনের সঙ্গে রোহিতের দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। প্রাথমিক দল ঘোষণার পর অনেকে অশ্বিনের হয়ে মুখও খুলেছিলেন। বাক্যের দ্বিতীয় অংশে কি সেটাই বোঝাতে চেয়েছেন প্যাটেল? অবশ্য পরে স্টোরি দুটি মুছে ফেলায় সেই রহস্য আরও বেড়ে গেছে। প্রশ্ন উঠেছে বোর্ডের পক্ষ থেকে তাকে চাপ দিয়ে স্টোরি সরানো হয়েছে কিনা!

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পান অক্ষর। সে কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল থেকেও তিনি ছিটকে যান এবং দেশে ফেরেন। এরপর বিশ্বকাপেও তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে তার আগে থেকেই অনেকে অক্ষরের বদলে অশ্বিনকে নেওয়ার দাবি তুলছিলেন। শেষ পর্যন্ত দল ঘোষণার পরও সেটিরই প্রভাব দেখা গেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজ দিয়ে দীর্ঘদিন পর ভারতের ওয়ানডে দলে ফিরেন অশ্বিন। অশ্বিন সেই সিরিজে মোট ৪টি উইকেট নেন। দ্বিতীয় ম্যাচে তিন উইকেট নিয়েছিলেন তিনি।

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে এবারের বিশ্বকাপ। ভারতের প্রথম ম্যাচ ৮ অক্টোবর। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা। পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। ১৪ অক্টোবর তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে। 

ভারতের বিশ্বকাপ স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক) শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জসপ্রীত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

এএইচএস