বাংলাদেশের জয়ের পর কাকে খোঁচা দিলেন রাজ্জাক?
বাংলাদেশের ক্রিকেটে গত কয়েকদিন ধরে কী চলছে সেটি নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের বক্তব্যের পর ভিডিও বার্তা এসেছে মাশরাফি বিন মুর্তজারও। কিন্তু এখন পর্যন্ত তামিমের অভিযোগ নিয়ে মুখ খুলতে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের জয়ের পর ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট করেছেন সাবেক টাইগার স্পিনার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক। তিনি তামিমকেই কি খোঁচা দিয়েছেন কিনা এখন সেই প্রশ্ন উঠেছে, যেখানে মাশরাফিরও মন্তব্য রয়েছে।
ভারতের গুয়াহাটিতে পায়ে চোট পাওয়ায় আজ (শুক্রবার) প্রস্তুতি ম্যাচে খেলেননি অধিনায়ক সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে বাংলাদেশ ৭ উইকেটের বড় জয় পেয়েছে। এরপরই নিজের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেছেন আব্দুর রাজ্জাক।
বিজ্ঞাপন
ওই পোস্টে বিসিবির এই নির্বাচক লিখেন, ‘ভাগ্গিস টেন্ডুলকার, লারা, পন্টিং, কোহলি, ধোনিদের মানের প্লেয়ার আমাদের দেশে জন্ম হয় নাই। তাহলে কি হতো তা চিন্তাতেও আনতে পারছি না। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।’
ওই পোস্টের নিচে অল্প সময়েই বেশকিছু মন্তব্য এসেছে। সেখানে এক মন্তব্যে মাশরাফি তার সাবেক সতীর্থের কাছে জানতে চান, ‘কেন লিখলি এ কথা?’
বিসিবির তিন নির্বাচকের একজন রাজ্জাক। তার পোস্টটি আসলেই তামিমকে নিয়ে লিখেছেন কিনা সেটি নিশ্চিত নয়। তবে তাকে কেন্দ্র করে দেশের ক্রিকেটভক্তদের মাঝে যা চলছে, এই পোস্টটিও যেন সেদিকেই ইঙ্গিত করছে!
এর আগে বিশ্বকাপ দল থেকে তামিম নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়ে বলেছিলেন, ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললেন, ‘‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।’’ আমি বলেছি, ‘‘এখনও ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকব। তো কী কারণে খেলব না?’’ তখন বললেন, ‘‘আচ্ছা তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।’’
আরও পড়ুন
‘আমার আসলে তিন কিংবা চারে ব্যাটিং করার অভিজ্ঞতা নেই। স্বাভাবিকভাবে কথাটি আমি ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। কারণ আমি বিষয়টি পছন্দ করিনি। আমার কাছে মনে হচ্ছে আমাকে জোর করে করে অনেক জায়গায় বাধা দেওয়া হচ্ছে, ইচ্ছে করে।’
অন্যদিকে, তামিম ব্যাটিং পজিশন পাল্টাতে না চাওয়ার বিষয়ে সাকিব বলেন, ‘রোহিত শর্মার মতো প্লেয়ার ৭ নম্বর থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলেছে। তো ও (তামিম) যদি দলের প্রয়োজনে মাঝে মাঝে ৩-৪ এ খেলে বা ব্যাটিংয়ে নামে তাহলে কি খুব প্রবলেম হয়? এটা আসলে আমার মনে হয় অনেকটা বাচ্চা মানুষের মতো, যে আমার ব্যাট আমিই খেলবো আর কেউ খেলতে পারবে না। টিমের প্রয়োজনে যেকেউ যেকোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত। টিম ফার্স্ট।’
এএইচএস