অনেক জল্পনা ও নাটকীয়তার পর ভারতে বিশ্বকাপ খেলতে গেছে পাকিস্তান ক্রিকেট দল। ইতোমধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ‘রানপাহাড়’ গড়েছে। মোহাম্মদ রিজওয়ানের সেঞ্চুরি ও অধিনায়ক বাবর আজমের ৮০ রানের ইনিংসে তারা সাড়ে তিনশ পার করে। তবে বিপত্তি বাধিয়েছেন দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি জাকা আশরাফ। ভারতকে ‘শত্রু রাষ্ট্র’ বলার পর সামাজিক মাধ্যমে তিনি তোপের মুখে পড়েছেন। এরপর অবশ্য নিজের অবস্থান থেকে সরে আসেন আশরাফ।

বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে দীর্ঘদিন ধরে আটকে থাকা বাবরদের কেন্দ্রীয় চুক্তি সম্পন্ন করে পিসিবি। মূলত আইসিসির লভ্যাংশের যে ভাগ পিসিবি পায়, তারই অংশ চেয়েছিলেন খেলোয়াড়েরা। অনেক নাটকীয়তার পর বাবরদের লভ্যাংশের তিন শতাংশ দিতে রাজি হয় পিসিবি। ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভারতকে শত্রু দেশ বলেন জাকা আশরাফ।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও-তে পিসিবি চেয়ারম্যানকে বলতে শোনা যায়, ‘আমরা আমাদের খেলোয়াড়দের ভালবাসা উজাড় করে দিয়েছি। পাকিস্তানের ইতিহাসে এত টাকা কখনও পায়নি ক্রিকেটাররা। আমরা চেয়েছিলাম শত্রু দেশে খেলতে যাওয়ার আগে তাদের মনোবল ভালো জায়গায় রাখতে। আমাদের উচিত তাদের পূর্ণ সমর্থন দেয়া, যাতে ওরা ভালো খেলতে পারে।’

বাবররা যখন বিশ্বকাপের প্রস্তুতিতে ব্যস্ত সে সময়ে এমন মন্তব্যের জন্য তীব্র সমালোচনা শুরু হয়েছে পিসিবি প্রধানের। পাকিস্তানেরও অনেকেই তার এই মন্তব্যকে অবিবেচক এবং নির্বোধের মতো বলে মন্তব্য করেছেন। কেউ কেউ আবার সরাসরি বলেছেন, ভারত কখনই আমাদের শত্রু দেশ নয়। পিসিবি প্রধানের মানসিকতা পরিবর্তন করা দরকার। ভারতীয় একজন টুইট করেছেন, ‘শত্রু রাষ্ট্রে কেন পাঠিয়েছেন তাহলে? আমাদের দেখে শিখুন। শত্রু রাষ্ট্রে আমরা আমাদের খেলোয়াড়দের পাঠাইনি। একদম ভেন্যুই তো বদলে ফেলেছি। ক্ষমতা দেখেছেন আমাদের?’ 

তোপের মুখে পরে নিজেদের সুর বদলে ভারতের প্রশংসা করে বিবৃতি দিয়েছে পিসিবি। যেখানে তারা জানায়, ‘হায়দরাবাদ বিমানবন্দরে আমাদের ক্রিকেটারদের দারুণ সংবর্ধনা দেওয়া হয়েছে। এটা ভালবাসার নিদর্শন। জাকা আশরাফ ব্যক্তিগতভাবে এজন্য ভারতীয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, ‘‘ভারত এবং পাকিস্তান যখন এক সঙ্গে ক্রিকেট মাঠে পা রাখে, তখন তারা ঐতিহ্যগত প্রতিদ্বন্দ্বী হিসেবে নামে। শক্র হিসেবে নয়।’’

এর আগে হায়দরাবাদে পৌঁছানোর পর পাকিস্তানের ক্রিকেটাররাও আয়োজক দেশটির প্রশংসা করেছিলেন। এরপর আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচেও মাঠে নেমেছেন বাবররা। পরবর্তীতে বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে। তার আগেরদিন (৫ অক্টোবর) গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে মেগা আসরটির পর্দা উঠবে।

এএইচএস