বড় রকমের বিতর্ককে সঙ্গী করেই ভারতে বিশ্বকাপ খেলতে গিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যেখানে তামিম ইকবালের দলে না থাকাকে বিশাল শূন্যতা হিসেবেই দেখছেন সকলে। অভিজ্ঞ এই ক্রিকেটারকে মিস করবেন, এমন কথাও শোনা গিয়েছে দলের কারো কারো কাছ থেকে। যদিও অধিনায়ক সাকিব আল হাসান বিশ্বাস করেন, বিশ্বকাপের দল বেশ ভালোই হয়েছে।

তবে পুরো দলে একজনকেই মিস করছেন সাকিব। সেটাও তামিম ইকবাল নন। সাকিব মিস করছেন পেসার এবাদত হোসেনকে। বিগত কয়েকমাস ধরেই ওয়ানডে ফরম্যাটের মাঝের ওভারগুলোতে দলকে স্বস্তি দিয়েছিলেন এবাদত। তবে বিশ্বকাপ খেলা হচ্ছেনা তার। হাঁটুর চোটের কারণে 

দেশের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাতকারে বৃহস্পতিবার এবাদতকে নিয়ে সাকিব বলেন, 'আমার পুরো বিশ্বকাপ দলে একটাই মিসিং সেটা হলো এবাদত। সে হচ্ছে বিশ্বকাপের সবচেয়ে বড় মিসিং। এই বিশ্বকাপ যেখানে খেলা হচ্ছে যে কন্ডিশনে খেলা হচ্ছে সেখানে আমার সবচেয়ে বড় অস্ত্রটা নেই৷ সে হচ্ছে এবাদত, এই একটা বাদে আমার কাছে মনে হয় আর আমার কোনো উইকনেস এই দলে৷ আর আমরা সবই কাভার করার চেষ্টা করেছি৷

নিজ দলের উপর বিশ্বাস আছে বলেও জানান সাকিব, '১৫ জনের উপর পূর্ণ বিশ্বাস আছে৷ আমি শিউর তারা যখনই যে সুযোগ পাবে দেশের জন্য ভালো কিছু করে আসবে৷ এটা তাদের জন্য বড় সুযোগ।'

দলে যে পাঁচজন পেস বোলার আছে, তাঁদের মধ্যে কে সবচেয়ে ভালো করবেন, সে প্রসঙ্গে সাকিব প্রথমে বলেন, ‘আমি তো মনে করি, আমার পাঁচ পেসারের সবারই আলাদা আলাদা দিক আছে।’ এরপর আবারও প্রশ্ন করা হলে মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের কথা বিশেষ করে বলেছেন সাকিব, ‘ভারতের যে উইকেট, আমি মনে করি, সেখানে ডেথ বোলিং আর শুরুর বোলিংটা গুরুত্বপূর্ণ হবে। আমি মনে করি, ডেথ বোলিংয়ে মোস্তাফিজ বড় ভূমিকা রাখতে পারে। আর নতুন বলে তাসকিন আমাদের জন্য

হাঁটুর চোটের কারণে চলতি মাসেই লন্ডন থেকে অপারেশন করিয়ে দেশে ফিরেছেন এবাদত হোসেন। যে কারণে আসন্ন ভারত বিশ্বকাপে খেলা হচ্ছে না টাইগার এই পেসারের। শুধু বিশ্বকাপই নয়, আগামী জানুয়ারি-ফেব্রুয়ারি মৌসুমে অনুষ্ঠিত হতে যাওয়া বিপিএলেও থাকছেন না জাতীয় দলের এই পেসার। ধারণা করা হচ্ছে, হাঁটুর চোট সারিয়ে আবার মাঠে ফিরতে ৬ থেকে ৮ মাস সময় লাগবে তার। 

এসএইচ/জেএ