তামিম ইকবাল বিশ্বকাপ দলে না থাকার পেছনে সবচেয়ে বেশি অভিযোগ তোলা হচ্ছে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে। এ নিয়ে যদিও সাকিবের কথা উল্লেখ করেননি তামিম, তবে বিসিবির সর্বোচ্চ পর্যায়ের কেউ তাকে মিডল অর্ডারে ব্যাট করার প্রস্তাব দিয়েছিলেন বলে তিনি জানান। এর বিপরীতে বিসিবি একটা ব্যাখ্যা দেবে বলে অপেক্ষায় আছেন অনেকে। যদিও এখন পর্যন্ত এ বিষয়ে কিছুই বলছে না দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। প্রশ্ন উঠেছে কেন এখনো নিশ্চুপ বিসিবি? 

বিসিবির একাধিক বিশ্বস্ত সূত্র ঢাকা পোস্টকে নিশ্চিত করেছে, ‘বোর্ডের চিন্তা এখন শুধুই বিশ্বকাপ ঘিরে, আপাতত মিডিয়ায় কোনো কথা বলবেন না কেউ। যদি কিছু বলেন সেটা বোর্ড সভাপতিই বলবেন, সেটা যে কোনো সময়ই হতে পারে।’

আগামীকাল (শুক্রবার) বিকেলে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের একটি সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাজমুল হাসান পাপনের বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, সেখানেই তিনি তামিমের বিষয়ে বিসিবির অবস্থান স্পষ্ট করতে পারেন।

গতকাল বিশ্বকাপ খেলতে তামিমকে ছাড়াই ভারতে উড়াল দিয়েছে বাংলাদেশ। এরপর এক ভিডিও বার্তায় তামিম বলেন, ‘বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করে আমাকে বললেন, ‘‘তুমি বিশ্বকাপে যাবা, কিন্তু তোমাকে তো ম্যানেজ করে খেলাতে হবে। একটা কাজ করো, তুমি প্রথম ম্যাচ খেলিও না।’’ আমি বলেছি, এখনও ১২/১৩ দিন সময় আছে। এই সময়ের মধ্যে তো আমি ভালো অবস্থায় থাকব। তাহলে কী কারণে খেলব না? তখন তিনি বললেন, ‘‘আচ্ছা, তুমি যদি খেলো তাহলে আমরা পরিকল্পনা করছি, তুমি নিচের দিকে খেলবা।’’

‘স্বাভাবিকভাবে বুঝতে হবে আমি কোন মানসিক অবস্থা থেকে এসেছি। আমাকে যদি হুট করে এ ধরনের কথা বলা হয়। আমার পক্ষে নেওয়া আসলে সম্ভব নয়। আমি ১৭ বছর ধরে এক পজিশনে ব্যাট করেছি। আমি জীবনে কোনোদিন তিন-চারে ব্যাটিং করিনি। আমি যদি আগে কখনো তিন-চারে ব্যাট করতাম তাহলে মানিয়ে নেওয়ার মতো ছিল। আমার এরকম কোনো অভিজ্ঞতা নেই। আমি এটা ভালোভাবে নিইনি। আমি উত্তেজিত হয়ে গিয়েছিলাম। আমি এটা পছন্দ করিনি। আমি মনে করেছি, আমাকে জোর করে করে বাধা দেওয়া হয়েছে’, যোগ করেন তামিম।

ভিডিও বার্তায় দেওয়া তামিমের বক্তব্য প্রসঙ্গে বুধারই জানতে চাওয়া হয়েছিল পাপনের কাছে। বিসিবি সভাপতির উত্তর ছিল- ‘বলবো, বলবো...আজকে না।’

এসএইচ/এএইচএস