বাংলাদেশের ক্রিকেটে কোনো সমস্যা দেখা দিলে ইদানীং দৃশ্যপটে হাজির হন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ তামিম ইকবালের অবসর ও নাটকীয় প্রত্যাবর্তনের ঘটনায় তিনি মধ্যস্থতা করেছিলেন। এরপর সাকিব আল হাসানের সঙ্গে তামিমের দ্বন্দ্বের জেরে উদ্ভূত পরিস্থিতিতে আরও একবার দেখা গেল তাকে।

গত মঙ্গলবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ডাকে বিসিবিতে গিয়েছিলেন তিনি। যদিও তখন জানা যায়নি ঠিক কেন গিয়েছিলেন কিংবা কী নিয়ে কথা বলেছেন ম্যাশ। এবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও বার্তায় নিজেই খোলাসা করেছেন সেটি। 

পাপনের ডাকে বিসিবিতে যাওয়া প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘আমি ক্রিকেট বোর্ডের সেরকম পদমর্যাদার কেউ না। দ্বিতীয়ত আমি কিছুই না ক্রিকেট বোর্ডের। বোর্ড সভাপতি মহোদয় আমার সাথে কিছু কথা বলতে চেয়েছিল। এটা অবশ্যই সিলেকশন কেন্দ্রিক কিছুই না।’

‘হয়তো ক্রিকেট নিয়ে কিছুটা আলোচনা করতে চেয়েছিল। সেটা একান্তই ব্যক্তিগত এবং ব্যক্তিগত বিষয় নিয়ে এখানে কথা বলার কিছু নেই। সুতরাং এখানে এমনকিছু ভাবার নেই যে, বাংলাদেশের টিম সিলেকশন নিয়ে আমার সাথে আলোচনা হয়েছে।’--যোগ করেন ম্যাশ। 

বিশ্বকাপের ঘোষিত দল নিয়ে বেশ আশাবাদী মাশরাফি, ‘অনেক কথা থাকলেও, একেকজনের মতামত একেকরকম থাকবে খুবই স্বাভাবিক। তবে আমার কাছে মনে হয়েছে দলটা খুব বেশি খারাপ হয়নি। কিছু কিছু জায়গায় অনেকের প্রশ্ন থাকতে পারে, সেগুলো নিয়ে পরে আলোচনা করা যাবে।’

এসএইচ/এফআই