তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মাঝে পাল্টাপাল্টি বক্তব্যের মাঝে এবার নতুন ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিশ্বকাপের দল গঠন প্রক্রিয়া, তামিমের বাদ পড়া ও তার ব্যাখ্যা, সাকিবের পাল্টা জবাব ও কথার প্রেক্ষিতে তিনিও কিছু বিষয় তুলে ধরেছেন। যেখানে স্পষ্ট করে কাউকে দোষ দেননি মুর্তজা। তবে ঠিকই কার কোথায় দুর্বলতা ছিল সেটি উল্লেখ করেছেন। 

এ প্রসঙ্গে নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিওতে মাশরাফি বলেন, ‘বেছে বেছে যে খেলা, পাঁচটা ম্যাচ খেলবে তামিম বা বেছে বেছে খেলবে। এই একটা কথা এসেছে সেটা তামিম এবং নান্নু ভাই দুজনই বলেছে যে নান্নু ভাই বলেছে জানে না, তামিম বলেছে- সে বলেনি। আর সাকিব বলেছে- সে শুনেছে। তার মানে এর পরিস্কার কোনো তথ্য সাকিবের কাছেও ছিল না।’

‘এই যে পাঁচ ম্যাচ নিয়ে এত কিছু ঘটে গেল সেখানে দায় সাকিবেরও না, তামিমেরও না, এমনকি নান্নু ভাইয়েরও না। এখানে যে বা যারা এই মেসেজটা মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে তাদেরকে আসলে খুঁজে বের করা গুরুত্বপূর্ণ। কারণ এই দুজনের ভেতরে যে আলোচনা শুরু হয়েছে তারা দুজন এই জিনিস জানতো বা জানার কথা।’

এরপর বিসিবির ম্যানেজমেন্ট ঠিক ছিল না বলে ইঙ্গিত দিয়েছেন মাশরাফি, ‘পৃথিবীর যেকোনো প্রফেশনেই ম্যান ম্যানেজমেন্ট মেনে চলতে হয়, সেটা ঘরে কিংবা বাইরে সবাইকে করতে হয়। এটা খুব গুরুত্বপূর্ণ। তামিম অনেকদিন ধরে ক্রিকেট খেলছে, সে কোন জিনিস পছন্দ করে-কোনটা করে না সেটা আমরা সবাই জানি। সবাই জানে তাকে কোন জিনিস বললে সমস্যা হবে। তাই কাকে কোন জিনিস বলা যাবে কিংবা যাবে না, সেটা আমার মনে হয় আরেকটু ভেবেচিন্তে করা উচিৎ ছিল। কারণ ম্যান ম্যানেজমেন্ট যদি ঠিক না হয় তাহলে সবকিছু এলোমেলো হয়ে যায়। এটি আরেকটু ভালো হওয়া উচিৎ ছিল বলে মনে করি।’

এসএইচ/এএইচএস