বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে টালমাটাল সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট। দল গঠন নিয়ে সমালোচনা, দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের ইস্যুতে খুব একটা ভালো নেই দেশের ক্রিকেট। আর এসব নিয়ে এবার মুখ খুললেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 

সাকিব আল হাসান আর তামিম ইকবালের পর এবার ক্যামেরার সামনে হাজির হয়েছেন সাবেক এই অধিনায়ক। সব সমালোচনা এক পাশে সরিয়ে রেখে বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে ভালো করবে বাংলাদেশ- এমন প্রত্যাশা ম্যাশের। সেই সঙ্গে এও বললেন, সাকিব ও তামিম দুজনই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।

মাশরাফি বলেন, 'আমি মনে করি বাংলাদেশের ১৭ কোটি মানুষ যারা ক্রিকেট খেলা দেখে, বিশ্বকাপ আসলে সবাই দেখবে, সবাই চায় সাকিব তামিম দুজনই বিশ্বকাপে থাকুক, দুজনই খেলুক। দুজনই আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভিস দিয়ে আসছে। আমার কাছে মনে হয় দুজনই গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য।’

তামিমের জন্য আক্ষেপ থাকলেও সাকিবের হাতে বড় ট্রফির স্বপ্ন মাশরাফির। বলেন, ‘দুর্ভাগ্যজনক যে তামিম নাই, তামিমকে এখন আর আমাদের পাওয়া সম্ভব না। তবে সাকিব এখনো আছে। সাকিবের অনেক রোল আছে। আমি এখনো আশা করছি সাকিবের মতো খেলোয়াড়ের হাতে একটা বড় ট্রফি আসবে এটা আমরা স্বপ্ন দেখছি। আমার বিশ্বাস সবকিছুকে পেছনে ফেলে সাকিব সামনে এগিয়ে যাবে। এটা আমি না বললেও সে তাই করত।'

`কারণ ব্যক্তিগত জায়গা থেকে সাকিবকে আমার এতটুকুই মনে হয় যে তার ক্যারেক্টার অনেক শক্তিশালী। যে কোনো জিনিসকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে পারে। আমি নিশ্চিত দলকে অনেক পজিটিভভাবে নিয়েই সাকিব সামনে এগিয়ে যাবে। তারা তাদের সেরা ক্রিকেট খেলে আসবে'--যোগ করেন মাশরাফি।

এসএইচ/এফআই