বিশ্বকাপ তো দূরের কথা এশিয়া কাপ ও তার আগের কয়েকটি সিরিজে মাহমুদউল্লাহ রিয়াদের জায়গা পাওয়া ছিল কঠিন বিষয়গুলোর একটি। এরপর অভিজ্ঞ এই অলরাউন্ডারের জন্য আন্দোলনেও নামে ভক্তদের একাংশ। শেষমেষ নিউজিল্যান্ড সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ডাক পান রিয়াদ। যেখানে লোয়ার অর্ডারে প্রায় ফিফটি-ছোঁয়া ইনিংস খেলে তিনি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন।

মাহমুদউল্লাহ’র মতো একই পরিস্থিতিতে পড়তে পারতেন ‘মিস্টার ডিফেন্ডেবল’খ্যাত মুশফিকুর রহিমও। তবে এই উইকেটরক্ষক ব্যাটার ব্যাট হাতে জ্বলে ওঠার মাধ্যমে সেই শঙ্কার মেঘ সরিয়ে নেন। সেই প্রসঙ্গ উঠে এসেছে বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের সাক্ষাৎকারে। 

প্রথমে রিয়াদের বাদ পড়ার প্রসঙ্গে নিজের দায় এড়ান সাকিব, ‘অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর আমাকে এশিয়া কাপের দলের তালিকা পাঠালো। আমি দেখলাম রিয়াদ ভাই দলে নেই। আমার কিছু বলারও ছিল না। কারণ পরদিন সবাই শ্রীলঙ্কা রওনা দিয়েছে। আমাকে সবাই বলতেছে আমি নাকি রিয়াদ ভাইকে নেইনি। এইসব হাস্যকর কথা! মানুষের সাইলকোলজি এমন কেন? আমি কিছু জানি না, তাও আমার দোষ দেওয়া হয়েছে।’

রিয়াদ বাদ পড়ার পর ঘরের মাঠে ও ইংল্যান্ডের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ অনায়াসেই সিরিজ জিতে নেয়। এরপর দলের উইনিং কম্বিনেশন ভাঙা হয়নি বলে দাবি করেন সাকিব। একই কারণে পরবর্তী সিরিজ ও এশিয়া কাপের দলেও জায়গা পাননি রিয়াদ। তার মতো মুশফিকও বাদ পড়তে পারতেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক, ‘ওই সময়ের আগপর্যন্ত মুশফিক ভাইয়ের সময়টা ভালো যাচ্ছিল না। লাকিলি মুশফিক ভাই ৭০ রান করে। পরের সিরিজ থেকে উনি ছয়ে ব্যাটিং করে আর রান করা শুরু করে আলহামদুলিল্লাহ্‌। রিয়াদ ভাই ওই ইনিংসে ভালো করতে পারেনি। তারপর থেকে রিয়াদ ভাই বাদ পড়ে। তাই আয়ারল্যান্ডের দুই সিরিজে উনি ছিলেন না বা এরপরও দলে ছিলেন না।’

সাকিব আরও বলেন, ‘পরবর্তীতে আবার আয়ারল্যান্ডের সঙ্গে আমরা দুটা সিরিজই জিতেছি। যেকোনো দলই হোক যখন জিততে থাকবে তখন তো স্বাভাবিকভাবেই ওই দলই থাকে। স্বাভাবিকভাবেই রিয়াদ ভাই ছিল না। এতে আমি দোষও দেখি না গুণও না। রিয়াদ ভাইয়ের যে ডেডিকেশন ছিল তার দলের প্রতি যে অবদান ছিল। দলের হয়ে খেলার যে ইচ্ছে ছিল, সবকিছু সবাই দেখতে পেরেছে। আমার দায়িত্বতো পুরো দলটা নির্বাচন করার না।’

অনেক জল্পনার পর গত মঙ্গলবার ক্রিকেটের মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ওয়ানডে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বাধীন দলটিতে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার রিয়াদ। তবে আরেক অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল দল থেকে বাদ পড়েছেন নাটকীয়ভাবে। 

এএইচএস