বাংলার প্রবাদ বলে, এক মাঘে শীত যায় না। বাংলাদেশ ক্রিকেটে হৈচৈ ফেলে দেওয়া সাকিব আল হাসানের সাক্ষাৎকার নিয়েও তেমন কথা হয়ত বলা যায়। গতকাল বুধবার দেশের একটি বেসরকারি চ্যানেলে হাজির হয়ে বিশ্বকাপের দলগঠনসহ বিভিন্ন  ইস্যুতে কথা বলেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। জানিয়েছেন দেশসেরা ওপেনার হয়েও তামিম ইকবাল কেন নেই এবারের বিশ্বকাপ স্কোয়াডে।

তবে সাকিবের কথা যেন এখনো ফুরোয়নি। আজ রাতে আরও একবার সেই একই প্ল্যাটফর্মে হাজির হচ্ছেন সাকিব আল হাসান। ধারণ করা এই সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব প্রচারিত হবে আজ রাতে। 

এর আগে গতকালের প্রচারিত অংশে  একাধিক ইস্যু সামনে এনেছেন বাংলাদেশের অধিনায়ক। তিনি দাবি করেছেন, অধিনায়ক হলেও দল নির্বাচনসহ অনেক বিষয়ে খুব বেশি সম্পৃক্ত নন তিনি। এমনকি তামিমকে দলে না নেওয়ায় তার কোন ভূমিকা নেই। তবে বোর্ড থেকে তামিমকে মিডলে খেলার প্রস্তাব দেওয়া হলে তাতে দোষের কিছু দেখেন না। বরং এই প্রস্তাব ফিরিয়ে দেয়ায় তামিম ইকবালের সমালোচনা করতেও ছাড়েননি সাকিব। তামিমের আচরণকে শিশুসুলভ অ্যাখ্যা দিয়ে তার টিমম্যানশিপ নিয়ে প্রশ্ন তুলেছেন দলের বর্তমান অধিনায়ক।

আজ রাতে আরও একবার হাজির হচ্ছেন সাকিব। সেখানে তিনি ঠিক কী বিষয়ে আলোচনা করেছেন, তার জন্যই এখন অপেক্ষা। 

জেএ