শেষ ২৪ ঘন্টায় কম নাটক দেখেনি বাংলাদেশের ক্রিকেট। বিশ্বকাপে তামিম ইকবাল কেবল পাঁচ ম্যাচ খেলতে চান, এমন বক্তব্য দিয়ে এই গুঞ্জনের শুরু। আর শেষটা হয়েছে তামিম ইকবালের না থাকার মধ্য দিয়ে। এর মাঝে অনেক কিছুই দেখা হয়েছে। অনেক গুঞ্জনেও সয়লাব হয়েছে ক্রিকেট পাড়া। 

গতকাল মধ্যরাতেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে দেখা করেছিলেন দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশ্বকাপে পুরো ফিট না হওয়া তামিম ইকবালকে দলে চান না এই দুজন। এমন বার্তাই নাকি দেওয়া হয়েছিল বোর্ড সভাপতির কাছে। গুঞ্জন উঠেছিল, তামিমের এমন অবস্থানের মুখে বেশ বিরক্তই ছিলেন সাকিব। এমনকি অধিনায়কের পদটাও ছেড়ে দিতে চেয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

আরও পড়ুন>> বিশ্বকাপ থেকে বাদ তামিম, যা বলছেন নান্নু

দল ঘোষণার পর নির্বাচকদের সংবাদ সম্মেলনে উঠে এসেছিল এই প্রশ্নটাও। তবে এমন প্রশ্নের উত্তরে কৌশলী জবাবটাই দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সংবাদ সম্মেলনে এমন প্রশ্নে সাবেক এই ক্রিকেটার বলেছেন, ‘আমরা এ ধরনের কিছু জানি না। আমরা মিডিয়াতে অনেক কথাই দেখছি। বাইরে অনেক কথাই শুনছি। কিন্তু আমাদের কাছে এ ধরনের কোনো তথ্য ছিল না।’

গুঞ্জনের শুরু তামিমের ৫ ম্যাচ খেলার প্রশ্ন থেকে। সেই গুঞ্জনটাও এদিন উড়িয়ে দেন নান্নু। জানিয়েছেন, তামিম কেবল নির্দিষ্ট কিছু ম্যাচ খেলতে চান, এমন কথাও বলেননি টিম ম্যানেজমেন্টকে। 

নান্নু বলেন, ‘আমরা এ ধরনের জিনিস জানি না। মিডিয়ায় অনেক কথা দেখছি। কিন্তু আমাদের কাছে এ ধরনের কিছু ছিল না। নাহ, আমাদের কাছে কোনো তথ্য ছিল না পাঁচ ম্যাচ খেলবে।’

জেএ