বিশ্বকাপের জার্সি উন্মোচন আর দল ঘোষণা। এক ভিডিওতে দুই কাজই সেরে নিলো বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে কারা যাচ্ছেন সেই নিশ্চয়তা ভিডিও থেকেই পাওয়া গেল। আর শেষের চমকে তো জানানো হলো, তামিম ইকবালকে রেখেই বিশ্বকাপের ফ্লাইট ধরছে বাংলাদেশ।

ভিডিওতে নিজেদের জার্সি বের করে এনেছেন ক্রিকেটাররাই। সেইসঙ্গে জানিয়েছেন নিজেদের অনুভূতির কথাও। আর তাতে বেশ হাসিখুশিই দেখা গেল দলের ক্রিকেটারদের। 

বাক্সবন্দী বিশ্বকাপ জার্সি সবার আগে হাতে পেয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। এক অর্থে জার্সি সবার সামনে এনেছেন টাইগার অধিনায়কই। জার্সি পরিহিত সাকিব বললেন, ‘আমি সাকিব আল হাসান। পঞ্চমবারের মতো বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবো আমি। তার মতো অনেকটা একই অনুভূতি আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের, ‘আমি বাংলাদেশকে আগামী বিশ্বকাপে পঞ্চমবারের মতো প্রতিনিধিত্ব করবো ইন শা আল্লাহ। আমাদের দোয়া করুন, সঙ্গে থাকুন।’

লিটন দাস বলেন, ‘দ্বিতীয় বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে আমি খুবই রোমাঞ্চিত।’ নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে নেতৃত্বের অভিষেক হওয়া নাজমুল হোসেন শান্তর অনুভূতি, ‘বিশ্বকাপে খেলার অপেক্ষায় আছি। ’ তাওহীদ হৃদয়ের ভাষ্য, ‘এটা আমার প্রথম বিশ্বকাপ হবে। চলো বাংলাদেশ।’

দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, ‘আমি বিশ্বকাপের জন্য প্রস্তুত।’ 

পেস বিভাগের হয়ে তাসকিন আহমেদ এক লাইনে বলেছেন, ‘বিশ্বকাপে গর্জন করা যাক। ’ অন্য দুই সদস্য হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান বলেন, ‘চলো বাংলাদেশ। ’ ‘আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলতে আমি খুবই রোমাঞ্চিত। ’ 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতলেও প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া শরিফুল ইসলাম বলেন, ‘আমার প্রথম ওয়ানডে বিশ্বকাপ খেলবো বলে খুবই রোমাঞ্চিত।’ নাসুম আহমেদ বলেন, ‘বিশ্বকাপের জন্য গর্জন করা যাক। ’ অলরাউন্ডার শেখ মাহেদী জানান তার তৈরি থাকার কথা, ‘বিশ্বকাপে গর্জন করতে আমি তৈরি। ’

এশিয়া কাপ দিয়ে অভিষেক হয়েছিল তানজিদ হাসান তামিমের। এবার বিশ্বকাপ খেলতে যাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমি প্রথমবার দেশকে ওয়ানডে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করতে খুবই রেমাঞ্চিত। ’ যুব দলে তার সতীর্থ পেসার তানজিম হাসান সাকিব বলেন, ‘আমি দেশকে প্রথমবার বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবো। ’

ভিডিওতে সবার শেষে দেখা যায় মাহমুদউল্লাহ রিয়াদকে।  জার্সি হাতে পেয়ে এক লাইনে এই অলরাউন্ডার বলেন, ‘এই বিশ্বকাপ ইন শা আল্লাহ বিশেষ কিছু হবে।’

এসএইচ/জেএ