এশিয়া কাপে আশানুরূপ ফল না পাওয়ায় পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি প্রথম সামনে আসে। শোনা গিয়েছিল অধিনায়ক বাবর আজমের সঙ্গে ড্রেসিংরুমে কথার লড়াইয়ে মেতেছিলেন তারকা পেসার শাহিন আফ্রিদি। এরপর অবশ্য সেসব ছাপিয়ে শাহিনের বিয়েতে হাজির হয়েছিলেন বাবর। তবে দুজনের মধ্যকার বিবাদের গুঞ্জন নিয়ে এতদিন পাক অধিনায়ক কিছু বলেননি। বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে প্রথম মুখ খুলেছেন বাবর। একইসঙ্গে বলেছেন বিশ্বকাপে তাদের লক্ষ্যের কথাও।  

সংবাদ সম্মেলনে পাকিস্তান অধিনায়ক বলেছেন, ‘সবাইকে সম্মান দেওয়া হয়। ম্যাচ শেষে আমরা হেরে গেলে নিয়মিত মিটিং হয় আমাদের। কিন্তু মাঝেমধ্যে এটাকে এমনভাবে দেখানো হয় যেন আমরা মারামারি করেছি। এমন হওয়া উচিত নয়। আমরা এক অপরকে ততটাই ভালোবাসি, যতটা পরিবারকে ভালোবাসি।’

এরপর বিশ্বকাপে নিজেদের লক্ষ্য সম্পর্কে বাবরের মন্তব্য, ‘সেরা চারে খেলা (বিশ্বকাপের সেমিফাইনাল) আমাদের জন্য ছোট লক্ষ্য। আমরা বিজয়ী হয়েই ফিরতে চাই। বিশ্বকাপের আগে আমাদের সবাইকে নিয়ে ক্যাম্প চালানোর দরকার নেই, কারণ দীর্ঘদিন ধরেই আমরা একসঙ্গে পাকিস্তান দলে খেলছি। আমরা খেলোয়াড়দের এ কারণে বিশ্রাম দিয়েছি যেন তারা রিফ্রেশড এবং জয়ের ক্ষুধা নিয়ে ফিরে। তুমি তখনই ভালো খেলবে যখন যথেষ্ট তৃষ্ণা থাকবে তোমার।’

আরও পড়ুন >> অবশেষে ভারতের ভিসা পেল পাকিস্তান

এর আগে এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে হেরে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে অলিখিত সেমিফাইনালে নামে পাকিস্তান। যেখানে জিততে না পারায় ফাইনালে ওঠার আগেই তাদের এশিয়া কাপ থেকে বিদায় হয়ে যায়। এরপরই ড্রেসিংরুমে বাবর ও আফ্রিদির বাক-বিতণ্ডার খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, ড্রেসিংরুমে অধিনায়ক বাবর বলেছেন, তার দলের খেলোয়াড়রা দায়িত্ব নিয়ে খেলছেন না। এর জবাবে নাকি আফ্রিদি বলেছিলেন, ‘অন্তত যারা ভালো ব্যাটিং ও বোলিং করেছে, তাদের কৃতিত্ব দাও।’

আরও পড়ুন >> বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটে বিদ্রোহের সুর

এর জবাবটা বাবর নাকি দিয়েছিলেন এভাবে, ‘আমি জানি কে ভালো পারফর্ম করেছে!’ দুজনের এই বিতণ্ডা থামান উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। এমন খবর ছড়িয়ে পড়ার দিন দুয়েক পরই বাবরকে শাহিনের বিয়েতে দেখা যায়। এর আগের দিন বাবরের সঙ্গে সামাজিক মাধ্যমে ‘ফ্যামেলি’ ক্যাপশন দিয়ে ছবিও শেয়ার করেন শাহিন আফ্রিদি।

এএইচএস