মাঠের ক্রিকেট ছাপিয়ে মাঠের বাইরের ইস্যুই যেন এখন বাংলাদেশ ক্রিকেটে আলোচনার বড় বিষয়। বিশ্বকাপের জন্য দল ঘোষণার ঠিক আগমুহূর্তে সাকিব আল হাসান এবং তামিম ইকবালের দ্বন্দ্ব ইস্যুটাই বড় হয়ে দাঁড়িয়েছে দলের জন্য। এমন টালমাটাল সময়ে বাংলাদেশ যে ভাল নেই তারই প্রমাণ পাওয়া গেল মিরপুরের মাঠে। নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের শেষ ম্যাচে আরও একবার ভয়াবহ ব্যাটিং ব্যর্থতা দেখতে হলো টাইগার ভক্তদের। টানা ব্যর্থতার দিনে বাংলাদেশ অলআউট হয়েছে ১৭১ রানেই। 

ব্যাট হাতে এদিন বাংলাদেশের ইনিংসের শুরুটা করেছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম এবং জাকির হাসান। তবে অভিষেক সুখকর হয়নি জাকিরের। ১ রান করেই বোল্ড আউট হয়ে ফিরতে হয়েছে সাজঘরে। তানজিদ তামিমও টেকেননি। ৫ রান করে বিদায় নেন তিনি। 

তাওহীদ হৃদয়ের শুরুটা ছিল দারুণ। কিন্তু তিন চারের পর তিনিও পারেননি ইনিংস বড় করতে। তবে ব্যক্তিগত ১৮ এবং দলীয় ৩৫ রানের মাথায় ফিরে যান তিনিও। এরপর মুশফিকুর রহিম এবং নাজমুল শান্তর ইনিংস যোগ করেছে ৫৩ রান। দুজন মিলে যখনই কিছুটা আশা দেখিয়েছেন, তখনই দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যান মুশফিক। অ্যাডাম মিলনের তৃতীয় শিকার ছিলেন অভিজ্ঞ এই ব্যাটার। 

মুশফিকের পর কিছুটা সময় সঙ্গ দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২১ রানের ছোট্ট ইনিংস খেলার পথে পূরণ করেছেন ব্যক্তিগত মাইলফলকও। তবে সেট হয়েও খুব বেশি কিছু করা হয়নি তার। শান্তকে ক্রিজে রেখে ফিরেছেন তিনিও। 

এরপর শেখ মেহেদি, নাসুম আহমেদদের কেউই যোগ্য সঙ্গ দিতে পারেননি অধিনায়ক শান্তকে। ৭৬ রান করা শান্তই ছিলেন বাংলাদেশের আজকের সর্বোচ্চ স্কোরার। শেষ পর্যন্ত বাংলাদেশ থেমেছে ১৭১ রানে। 

জেএ