ছবি: ফাইল ছবি

জীবনে অনেকবারই সংবাদ সম্মেলনে এসেছেন নাজমুল হোসেন শান্ত। তবে আজকের ব্যাপারটি ছিল কিছুটা ভিন্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচের জন্য অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শান্ত। অধিনায়ক হিসেবেই আজ গণমাধ্যমের সামনে। ক্যারিয়ারে নানান চড়াই উতরাই পেরিয়ে শান্তর কাঁধে এসে পড়েছে অধিনায়কের গুরুদায়িত্ব। সবকিছু ঠিক থাকলে আগামীকাল মঙ্গলবার দেশের ১৬তম ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হবে শান্ত।

অভিষেক অধিনায়কত্বের আগের দিন সোমবার মিরপুরে সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। সেখানে অনেক প্রশ্নের উত্তরে বেশ সাবলীলভাবেই দিয়েছেন উত্তর। তবে শান্তর আইডল বা প্রিয় অধিনায়ক কে কাকে ফলো করেন এমন প্রশ্নেও দিয়েছেন জবাব। জানিয়েছেন তার প্রিয় অধিনায়কের নাম।

শান্ত বলছিলেন, 'ফলো বলতে, আমার পছন্দের ক্রিকেটার সবসময় সাকিব ভাই। অধিনায়ক হিসেবে এমএস ধোনিকে দেখেছি আমরা, ওনাকে সবাই পছন্দ করে। ব্যক্তিগতভাবে সাকিব ভাইয়ের ক্যাপ্টেন্সি বলেন বা ওনার প্ল্যানিং, মাঠে প্লেয়ারদের হ্যান্ডেল করা আমি খুবই উপভোগ করি।'

কি কারণে দেশের পোস্টারবয় সাকিবকে অধিনায়ক হিসেবে পছন্দ শান্তর সেটাও নিশ্চিত করেছেন। সিনিয়রদের সাথে খেলে সেসব অভিজ্ঞতা কাজে লাগাতে চান শান্ত, 'বিপিএলে ওনার সাথে খেলার সুযোগ হয়েছিল তখন অনেক কিছু শিখেছি। চেষ্টা করবো আমার যতটুকু অভিজ্ঞতা আছে কিংবা বড় ভাইদের কাছে শিখেছি ঐ জিনিসগুলো ছোট ছোট ভাবে কাজে লাগানোর।'

বেশ নাটকীয়ভাবেই এই ম্যাচের জন্য অধিনায়ক হচ্ছেন শান্ত। সিরিজে বিশ্রামের জন্য ছিলেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে আছেন বিষণ্ণতায়। মানসিক স্থিরতা পেতেই বিশ্রাম চাইছেন তিনি। সবমিলিয়ে এবার শান্তর উপরেই ভরসা বিসিবির। 

এসএইচ/জেএ