আমলার মতে বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে যে ৪ দল
আরও আগেই বাজতে শুরু করেছে ওয়ানডে বিশ্বকাপের দামামা। আনুষ্ঠানিকভাবে আগামী ৫ অক্টোবর মাঠে গড়াবে বিশ্বক্রিকেটের মযার্দাপূর্ণ এই আসর। এ নিয়ে সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা নিজেদের মতো করে ভবিষ্যদ্বাণী ও ব্যাখ্যা দিয়ে আসছেন। এবার সেই দলে যোগ দিলেন সাবেক দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ব্যাটার হাশিম আমলা।
সেমিফাইনালিস্ট চার দলের ভবিষ্যদ্বাণীতে তিনি বলেন, ‘আমি মনে করি ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।’
বিজ্ঞাপন
তবে কারা ফাইনালে খেলতে পারেন সেই আভাস দেননি আমলা। এরপর উত্তরসূরী দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারদের বিশ্বকাপে মাথা শান্ত রেখে খেলার পরামর্শ দিয়েছেন তিনি, ‘সবচেয়ে জোরে আওয়াজ হয় মাথায়। তাই আপনার চিন্তাভাবনাগুলো কী, তা আপনাকে ট্র্যাক করতে হবে। প্রয়োজন অনুযায়ী নিজেকে সমর্পণ করতে হবে এবং সে অনুসারে সফল হওয়া যাবে।’
আরও পড়ুন >> বিশ্বকাপের আগে পাকিস্তান ক্রিকেটে বিদ্রোহের সুর
— Cricket Pakistan (@cricketpakcompk) September 23, 2023
সাবেক প্রোটিয়া ক্রিকেটার হিসেবে এর আগে সেমিফাইনালিস্ট ৪টি দলকে বেছে নিয়েছিলেন ‘মিস্টার থ্রি-সিক্সটি ডিগ্রী’খ্যাত ডি ভিলিয়ার্স। তিনিও ভারত, ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে রেখেছেন নিজের পছন্দের শেষ চারে। তিনি বলেছেন,‘ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের ওপর বাজি ধরব।’
এর আগে বীরেন্দর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, গ্লেন ম্যাকগ্রা, জ্যাক ক্যালিস ও অ্যাডাম গিলক্রিস্টের মতো ক্রিকেটাররা নিজেদের ফেভারিট চার দলের নাম জানিয়ে দিয়েছেন। ডি ভিলিয়ার্স তো ফাইনাল কোন কোন দল খেলতে পারে সেটিও জানিয়ে দিয়েছেন। দ্রুততম সেঞ্চুরিয়ানের মতে, ফাইনালে খেলবে ভারত-ইংল্যান্ড।
এএইচএস