‘মানকাডিং’ আউট নিয়ে যা বললেন তামিম
‘মানকাডিং’ আউট কয়েক বছর আগে থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে বৈধ। বাংলাদেশ সেই সুযোগ পেয়েও কাজে লাগায়নি। যার জন্য আউটের শিকার ইশ সোধির কণ্ঠে চরম কৃতজ্ঞতার সুর শোনা গেছে। তবে সেই আউটটি হলে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে আরও কম সংগ্রহের সম্ভাবনা ছিল। এ নিয়ে ম্যাচ শেষে কথা বলেছেন সাবেক টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
দ্বিতীয় ওয়ানডে শেষে সংবাদ সম্মেলনে মানকাডিং আউট নিয়ে তামিম বলেন, ‘এখানে সতর্ক করার কিছু নেই। এটা বোল্ডের মতো আউট। ওই সময়ে হয়তো অধিনায়ক চিন্তা করেছে আমরা এভাবে আউট নেব না। এজন্য আমরা তাকে ফিরিয়ে এনেছি। আসলে এই আউটে ভুল কিছু নেই। হয় আপনি এটা করবেন, আর নয়তো না। এটাতে কোনো ভুল নেই। এটা টিমের আলোচনা হওয়া উচিত। সামনে সব দলই এর সুবিধা নিতে চাইবে।’
বিজ্ঞাপন
‘এটা এখন বৈধ। আউট নেওয়া যেত। কিন্তু আমার মনে হয় ওরও (সোধি) এমন করা উচিত হয়নি (প্রতিক্রিয়া দেখানো)। ও খুব অবাক হয়েছে। কিন্তু অবাক হওয়া ঠিক হয়নি। এটা আমরা নেবো কি নেবো না সেটা আমাদের দলীয় সিদ্ধান্ত। দলের সিদ্ধান্ত হবে। কিন্তু কেউ যখন সারপ্রাইজ হবে তখন ভিন্ন চিন্তা আসতে পারে’, যোগ করেন তামিম।
আরও পড়ুন >> ইনজুরি নিয়ে এখনও ‘অস্বস্তিতে’ তামিম
এমন দৌদুল্যমান অবস্থার পর নিজেদের মধ্যে মানকাডিং নিয়ে আলোচনা হবে বলে জানালেন দেশসেরা এই ওপেনার, ‘হয়তো নিতো (গুরুত্বপূর্ণ মুহূর্তে)। আমি এখানে কোনো ভুল দেখি না। কারণ এখন আইন আছে। এটা আমরা নিই বা আমাদের বিপক্ষেও কেউ নিক; আমি মনে করি আমাদের ওই প্রতিক্রিয়া দেখানো উচিত যেভাবে অন্যরা করে।’
তবে তামিমের মতে একবার আউট করে আবার ফিরিয়ে আনাটা সুন্দর দেখায় না, ‘এটা একটা দলীয় সিদ্ধান্ত। নিশ্চয়ই আজকের পর আমরা বসে আলোচনা করব। যদি দলের সিদ্ধান্ত হয় আমরা এ ধরনের উইকেট নেব তাহলে নেব, যদি না হয় তো নেব না। এই আলোচনা অবশ্যই আজকের ঘটনার পর করব। একবার আউট করার পর ফেরত নিয়ে আসা এটা সুন্দর দেখায় না।’
এসএইচ/এএইচএস