আজকের ম্যাচটি বিশেষ উপলক্ষ্য হতে পারতো সৌম্য সরকারের জন্য। দীর্ঘ দুই বছর পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরেছেন। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে ব্যাট করা হয়নি। আজ ব্যাট করতে নেমে টিকলেন মোটে ২ বল। কোনো রান না করেই সাজঘরে ফিরে গেছেন।

২০২১ সালের পর ওয়ানডেতে ফিরেছিলেন সৌম্য। প্রায় ২ বছর পর ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ফের ব্যর্থ হলেন। ওভার দ্য উইকেট থেকে করা ইশ সোধির বল লেগ সাইডে ঘুরিয়ে খেলতে গিয়ে এজড হয়েছেন এ বাঁ-হাতি ব্যাটার। ধরা পড়েছেন বোলার সোধির হাতেই।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির মঞ্চ ঘরের মাঠের এই নিউজিল্যান্ড সিরিজ। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে টিম ম্যানেজমেন্ট কয়েকজনকে বাজিয়ে দেখতে চায় এই সিরিজে। বিশেষ করে দলের মাথাব্যথার বড় জায়গা যখন নড়বড়ে ব্যাটিং।

আরও পড়ুন >> একসঙ্গে দুই তামিমকে ব্যাটে দেখে উচ্ছ্বসিত মিরপুরের গ্যালারি

নির্বাচকদের নজর ছিল সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদদের দিকে। বিসিবির তরফে আভাস ছিল এই সিরিজে ভালো করলে মিলতে পারে বিশ্বকাপের টিকিট।

আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বিসিবি। আর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের শেষ ওয়ানডে ম্যাচ তার পরের দিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বর। সুতরাং প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাবার পর আজই ভালো পারফরম্যান্সে নজর কাড়ার দারুণ সুযোগ ছিল। বলাই যায়, সুবর্ণ সুযোগ পায়ে ঠেললেন সৌম্য সরকার।

এফআই