একসঙ্গে দুই তামিমকে ব্যাটে দেখে উচ্ছ্বসিত মিরপুরের গ্যালারি
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ব্যাট করছে বাংলাদেশ দল। শুরুতে লিটন দাসকে হারানোর পর তামিম ইকবালের সঙ্গে ব্যাট করতে আসেন তানজিদ হাসান তামিম। সিনিয়র তামিমের সঙ্গে অবশ্য ব্যাট করার একটা স্বপ্ন-ই ছিল ছোট তামিমের। এমনকি ঢাকা পোস্টকে এক সাক্ষাৎকারে বলেছিলেন অভিষেকের ক্যাপ নিতে চান ‘খান সাহবের’ কাছ থেকেই।
তবে এশিয়া কাপে তামিম ইকবাল না থাকায় সে স্বপ্ন পূরণ হয়নি ছোট তামিমের। সেই সুযোগ এসেছে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে। দ্বিতীয় ওয়ানডেতে আজ একসঙ্গে ক্রিজে ব্যাট করারও সুযোগ পেয়েছেন দুই তামিম। দুই ক্রিকেটারকে একসঙ্গে ব্যাট করতে দেখে বেশ উচ্ছ্বসিত দেশের ক্রিকেটভক্তরা। মিরপুরের গ্যালারি থেকে আনন্দিত দর্শকরা তুমুল ধ্বনি তুলেছেন।
বিজ্ঞাপন
এরপর যেকোনো তামিম চার কিংবা সিঙ্গেল রান নিলেও মাঠের দর্শকরা স্লোগান তোলেন ‘তামিম তামিম’ বলে। অবসর কাণ্ডে সেই ৫ জুলাই ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিলেন তামিম ইকবাল। এরপর কেটে গেছে অনেকদিন। তারপর আজই প্রথম ব্যাট হাতে মাঠে নামেন সাবেক অধিনায়ক তামিম। আর জাতীয় দলে ফেরার পর প্রথম থেকেই তাকে সাবলীলভাবে খেলতে দেখা যায়।
তবে একপ্রান্ত আগলে রাখলেও, হঠাৎ-ই ছন্দ হারিয়েছেন তানজিদ তামিম। ইশ সোধির দ্বিতীয় বলে তুলে মেরেছিলেন, সেটি গিয়েছিল মিড অফের বাঁ-দিকে, নাগালের একটু বাইরে দিয়ে। এক বল পর আবার তুলে মারতে গেলেন তানজিদ। এবার আর এক্সট্রা কাভারে ফার্গুসনকে পার করাতে পারেননি। ফলে ১২ বলে মাত্র ১৬ রানে ফিরেছেন তিনি। এখন পর্যন্ত তামিম ইকবাল অপরাজিত আছেন ৩৯ রানে।
এসএইচ/এএইচএস