অভিষেকে ‘৩’ উইকেট নিয়ে যা বললেন খালেদ
বৃষ্টির শঙ্কা থাকলেও নির্বিঘ্নভাবেই বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় ওয়ানডের প্রথম ইনিংস সম্পন্ন হয়েছে। দুটি পরিবর্তন নিয়ে এদিন একাদশ সাজিয়েছিল লিটন দাসের দল। চোটের কারণে আগেই তানজিম সাকিবের খেলা নিয়ে শঙ্কা ছিল। তার পরিবর্তে প্রথমবারের মতো ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন টেস্টের নিয়মিত মুখ খালেদ আহমেদ। আর অভিষেক ম্যাচটা তিনি তিন উইকেটের অর্জনে রাঙিয়ে রাখলেন।
এদিন অবশ্য বল হাতে কিছুটা খরুচে ছিলেন খালেদ। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনি সর্বোচ্চ ইকোনমিতে বল করেছেন। ৯.২ ওভার বল করে ৬০ রানে তিন উইকেট পেয়েছেন খালেদ।
বিজ্ঞাপন
ম্যাচ শেষে প্রথম ম্যাচে তিন উইকেট পাওয়া নিয়ে অনুভূতি জানিয়েছেন এই টাইগার পেসার, ‘খুব ভালো লাগছে। আমি নার্ভাস ছিলাম, কিন্তু সবাই খুব সমর্থন করেছে। আমি লাইন লেংথ বজায় রেখে বোলিং করতে চেয়েছি। এরপর সেখানে উইকেট পাওয়ার অনুভূতি দারুণ।’
এরপরই মিরপুরের উইকেট নিয়ে প্রশংসা ঝরেছে খালেদের মুখে, ‘এখানে (মাঠ) আসার পর জানতে পারি যে, আমি খেলছি। এটা খুবই গর্বের বিষয়। উইকেট পেসারদের জন্য ভালো ছিল।’
এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। গত ম্যাচের মতো আজও নতুন বলে দুর্দান্ত শুরু করেন মুস্তাফিজুর রহমান ও খালেদ। এই দুই পেসার মিলেই কিউইদের টপ অর্ডার ভেঙে দেন। টপ অর্ডার ব্যর্থতার পর আরও একবার সফরকারীদের হাল ধরেন হেনরি নিকোলস। তিনি সঙ্গী হিসেবে পেয়েছেন টম ব্লান্ডেলকে। ব্লান্ডেলের সর্বোচ্চ ৬৮ এবং নিকোলসের ৪৯ রানে ভর করে ৪৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে নিউজিল্যান্ড।
এসএইচ/এএইচএস